০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১,
`

রাজশাহী বেতার কেন্দ্রের বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাউয়েট

বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দলের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা -

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) বাংলাদেশ বেতার রাজশাহী অঞ্চল আয়োজিত ‘আমরাই সেরা’ প্রতিযোগিতার ফাইনালে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
গত রোববার রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) মিলনায়তনে ‘আধুনিক গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় মিডিয়ার ভূমিকাই প্রধান’ এ বিষয়ের পক্ষে ছিলেন বাউয়েটের সাদমান আহমেদ, কাজী সুমাইয়া নাইস ও নুজহাত আনিকা রাইসা। প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হয়েছেন বিপক্ষ দলের দলনেতা রাবির সিফাত হোসেন।
এ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ও প্রধান বিচারক ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিকের ভারপ্রাপ্ত প্রশাসক ড. দেওয়ান মো: হুমায়ন কবির। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন রুয়েটের ইসিই বিভাগের সহকারী অধ্যাপক ঐশি জ্যোতি ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক আজমাইন ইয়াকিন সৃজন। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ বেতার রাজশাহী এর উপ-আঞ্চলিক পরিচালক মো: মনিরুল হাসান।
অন্যদের মধ্যে বাউয়েটের ভিসি ব্রিগেডিয়ার জেনারেল মো: মিজানুজ্জামান, ট্রেজারার কর্নেল (অব:) মো: শওকত হুসেন, বাউয়েট ডিবেটিং সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ড. মো: শহীদুল ইসলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো: নূরুল ইসলাম, বাংলাদেশ বেতার, রাজশাহীর আঞ্চলিক পরিচালক মো: হাসান আক্তার, রাবির ছাত্রকল্যাণ উপদেষ্টা মো: আমিনুল ইসলাম কনকসহ বাউয়েট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক দর্শক শিক্ষাথী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement