আজ চসিক মেয়রের দায়িত্ব নেবেন ডা: শাহাদাত
- চট্টগ্রাম ব্যুরো
- ০৫ নভেম্বর ২০২৪, ০৩:১১
চট্টগ্রাম সিটি মেয়র হিসেবে আজ দায়িত্বভার গ্রহণ করবেন কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক চট্টগ্রাম নগর সভাপতি ডা: শাহাদাত হোসেন। আদালতের রায়ের তাকে মেয়র নির্বাচিত ঘোষণার পর নানা আনুষ্ঠানিকতা শেষে গত রোববার তিনি মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন।
সিটি মেয়র ডা: শাহাদাত হোসেনের একান্ত সচিব (ব্যক্তিগত) মারুফুল হক চৌধুরী নয়াদিগন্তকে জানিয়েছেন, ‘আজ মঙ্গলবার সকাল ৭টায় মেয়র ট্রেনযোগে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবেন এবং বেলা ১২টায় তিনি চট্টগ্রামে এসে পৌঁছানোর কথা। চট্টগ্রামের পুরাতন রেলস্টেশনে তিনি দলের নেতাকর্মী ও সুধীজনের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। এর পর হযরত আমানত শাহ রহ. ও হযরত বদর শাহ রহ. মাজার জিয়ারত করবেন। এর পর তিনি লালদীঘি পাড়সংলগ্ন চসিকের দুর্যোগব্যবস্থাপনা ভবনের সম্মেলনকক্ষে চসিকের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করবেন এবং সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
এর পর তিনি টাইগারপাস চসিক কার্যালয়ে যাবেন এবং সেখানে দোয়া মাহফিলে অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব নিবেন। বিকেলে তিনি পশ্চিম বাকলিয়া ডিসি রোডের ফালাহ গাজী জামে মসজিদ-সংলগ্ন কবরস্তানে বাবার কবর জেয়ারত করবেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা