২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

টিএসসিতে হাসিনা-কাদেরের প্রতীকী ফাঁসি

-

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ও তার সহযোগী দলের নেতাদের প্রতীকী ফাঁসি দেয়া হয়েছে।
গতকাল সোমবার দুপুরে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র শ্রমিক-জনতা’র ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। টিএসসিতে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লøার উপস্থিতিতে এ প্রতীকী ফাঁসি কার্যকর করা হয়।
সরেজমিন দেখা যায়, টিএসসির পায়রা চত্বরে প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি করে সেখানে পরপর পাঁচটি কুশপুত্তলিকায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের ছবি টাঙিয়ে প্রতীকী ফাঁসি কার্যকর করা হয়।

এর আগে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, জুলাই অভ্যুত্থানে দেশে ১৫ বছরের ফ্যাসিবাদের পতন হয়েছে। এ আন্দোলনে কেউ পা হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন, আবার কেউ চোখ হারিয়েছেন। অসংখ্য বোন তার ভাই হারিয়েছেন, পিতা তার সন্তান হারিয়েছেন, মা তার ছেলেকে হারিয়েছেন। তারা কি কেউ কখনো ফিরে আসবে? তাহলে আওয়ামী লীগ কোন যুক্তিতে ফিরে আসতে পারে। এই খুনিদের ফিরিয়ে আনা মানে গণ-অভ্যুত্থানের স্পিরিটের সাথে বেঈমানি করা। আমরা সেটি করতে পারি না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই- আওয়ামী লীগসহ তার সব অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে যারা গ্রেফতার হয়েছেন তাদের কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে। সেই সাথে পলাতক ফ্যাসিবাদীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

 


আরো সংবাদ



premium cement
সংবাদমাধ্যমের স্বাধীনতা চরম আক্রমণের মুখে : নোয়াব ‘নানা গুজবে’ সেন্টমার্টিনে বিধিনিষেধ বুটেক্স শিক্ষার্থীদের ওপর পলিটেকনিক শিক্ষার্থীদের হামলা না’গঞ্জের পপি হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর ও জেলা কমিটি গঠিত চট্টগ্রামে অগ্নি দুর্ঘটনার ঝুঁকিতে শতাধিক মার্কেট যোগ্যতা থাকা সত্ত্বেও বৈষম্যের শিকার পল্লবী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মাহবুব কুবির সাথে ইবনে সিনা ট্রাস্টের চুক্তি, ২৫ শাখায় মিলবে সেবা এলাকাবাসীকে চাঁদাবাজি থেকে বিরত থাকতে কায়কোবাদের খোলা চিঠি ধলেশ্বরী নদীর মোল্লারহাট ফেরিঘাট অবৈধ দখলদারের নিয়ন্ত্রণে মোহন মিয়ার মৃত্যুবার্ষিকী আজ

সকল