২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
বৈষম্যবিরোধী আন্দোলন

শহীদ সাব্বিরের পরিবারের পাশে কায়কোবাদ

-

বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এক বছর আগে। মাথার উপরের সেই ছাতা হারিয়ে কিশোর বয়সেই সংসারের হাল ধরেছিল সাব্বির। অটোরিকশা চালিয়ে জুটতো অন্ন, চলত পড়ালেখার খরচ। কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনে শামিল হতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হয় সাব্বির কর্মচঞ্চল ছেলেকে হারিয়ে মা রিনা আক্তার হয়ে পড়েছেন দিশেহারা। অবশেষে পরিবারটির মুখে হাসি ফোটালেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। শহীদ সাব্বিরের পরিবারকে আর্থিক সহায়তা এবং বসবাসের জন্য ঘর করে দিচ্ছেন তিনি।
শহীদ কিশোর আমিরুল ইসলাম সাব্বির কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামের মরহুম আলমগীর হোসেনের ছেলে। সে মরিচাকান্দা জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্র ছিল। বাবার মৃত্যুর পর তারা দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী গ্রামে মামার বাড়িতে থাকত।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শুরু থেকে অংশ নেয় সাব্বির। গত ৪ আগস্ট দেবিদ্বারে মিছিলে আন্দোলনকারীদের ওপর ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা ও পুলিশ গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয় সাব্বির। গুলি লাগে তার মাথায় ও কানে। হাসপাতালে ভর্তির ৩৯ দিন পর তার মৃত্যু হয়। সাব্বিরের পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুরাদনগরের জননন্দিত বিএনপি নেতা কায়কোবাদ। সুদূর তুরস্ক থেকে নেতাকর্মীদের মাধ্যমে পরিবারটিকে সহায়তা পাঠিয়েছেন তিনি। গত শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির নেতাকর্মীরা সাব্বিরের মায়ের হাতে ৫০ হাজার টাকা তুলে দেন এবং তাদের একটা ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে।
সাব্বিরের মা রিনা আক্তার জানান, আমরা সরকারি কোনো সহায়তা পাইনি। সাবেক মন্ত্রী কায়কোবাদ আমাদের পাশে দাঁড়িয়েছেন। টাকা দিয়েছেন, একটি ঘর দিচ্ছেন। আল্লাহ আমাদের মাথার ওপর রহমত হিসেবে তাকে পাঠিয়েছেন।
প্রতিবেশী সহিদ মিয়া জানান, সাব্বিরকে হারিয়ে তার মা দুই সন্তান নিয়ে অসহায় হয়ে পড়েছিলেন। খবর পেয়ে সাবেক মন্ত্রী কায়কোবাদ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন জানান, আমাদের নেতা কায়কোবাদ বিদেশে থেকেও ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের খোঁজখবর নিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছেন।
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কুমিল্লা মুরাদনগরবাসীর দাবি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় কুমিল্লা মুরাদনগরের পাঁচবারের এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নামে দেয়া সব মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আসাতে সহায়তা করুন এবং তাকে মুরাদনগরবাসীর পাশে থেকে সহযোগিতা করার সুযোগ করে দিন।

 

 


আরো সংবাদ



premium cement