অর্থনৈতিক দেউলিয়াপনা থেকে উদ্ধারে অর্থনীতির শিক্ষক শিক্ষার্থীদের ভূমিকা প্রয়োজন
- ০৩ নভেম্বর ২০২৪, ০১:৪৪
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, দেশকে অর্থনৈতিক দেউলিয়াপনা থেকে উদ্ধার করতে অর্থনীতির শিক্ষার্থী ও শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, এ দেশে লুটপাট এমনিতে হয়নি। বান্দারা ধান্দায় মেতেছিল বলেই অবাধ লুটপাট হয়েছে। ড. আজাদী বলেন, মুসলমান হলে আল্লাহর কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করতে হবে। কুরআনের জ্ঞানার্জন করে আল্লাহর শ্রেষ্ঠত বুঝতে হবে। গত শুক্রবার রাতে নগরীর একটি হোটেল মিলনায়তনে আইআইইউসির ইকনোমিক্স এট ব্যাংকিং বিভাগ (ইবি) আয়োজিত এমএসএস প্রোগ্রামের ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী এ অভিমত ব্যক্ত করেন। আইআইইউসির ইকনোমিক্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান মো: নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনÑ আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহছানউল্লাহ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. জাহেদ হোসাইন সিকদার এবং কনকর্ড চট্টগ্রামের এ জি এম মনোয়ার হোসেন রনি। উদ্বোধনী কথা বলেন ইবির সাবেক চেয়ারম্যান মনির আহমদ। স্বাগত বক্তব্য রাখেনÑ এমএসএস প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহাম্মদ জসিম উদ্দিন। ছাত্রছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেনÑ সিফাত, জাফরিন, রাশেদ ও ইফতেখার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইবি বিভাগের শিক্ষক ড. জোবায়ের আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে আইআইইউসির ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, আমাদের মানসিক দীনতার জন্য আমরা কুরআন অধ্যয়ন করে অনেক আগে বর্ণিত বিজ্ঞান গণিতের বিস্ময়কর তথ্য অনুসন্ধান করতে পারছি না। তিনি বলেন, অর্থ অনর্থের মূল বলা হয়ে থাকে। কিন্তু অর্থ হচ্ছে সবকিছুর মূলে, অর্থনীতিতে উচ্চ শিক্ষা লাভের আগে এই কথাটা উপলব্ধি করতে হবে। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা