০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১,
`

সিলেটে ঢাকার বুনিয়া সোহেল বাহিনীর ১৪ সদস্য গ্রেফতার

বুনিয়া সোহেল বাহিনীর আটক সদস্যরা : নয়া দিগন্ত -

ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ‘মাদক সম্রাট’ সোহেল ওরফে বুনিয়া সোহেলসহ তার বাহিনীর ১৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সিলেট নগরী, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থান থেকে গত বৃহস্পতিবার তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-৯ সদস্যরা।
গত শুক্রবার রাতে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো: মশিহুর রহমান সোহেল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
র‌্যাব জানায়, রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের সোহেল ওরফে বুনিয়া সোহেল দীর্ঘ দিন ধরে ক্যাম্পটিতে গ্যাং কালচার চালু করে। জেনেভা ক্যাম্পে ‘চুয়া সেলিম’ ও ‘বুনিয়া সোহেল’ গ্রুপের মধ্যে প্রায়ই মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। ৫ আগস্ট সরকার পতনের পর মোহাম্মদপুর ও আদাবর থানা থেকে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ লুট করে উভয় গ্রুপের সন্ত্রাসীরা। সম্প্রতি কয়েকটি সঙ্ঘাতে উভয় পক্ষকে এসব অস্ত্র হাতে মহড়া ও গুলি ছুড়তে দেখা যায়। গত দুই মাসে গোলাগুলিতে পাঁচজন নিহত ও ১০০-এর বেশি আহত হয়েছেন। বুনিয়া সোহেলের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় হত্যা, খুন ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধে ১৮টি মামলা রয়েছে বলে র‌্যাব জানায়।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে সিলেট নগরীর দাড়িয়াপাড়াসহ কয়েকটি স্থানে র‌্যাব-৯ ও র‌্যাব-২ যৌথ অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা জেনেভা ক্যাম্পের বাসিন্দা মাদক সম্রাট সোহেল ওরফে বুনিয়া সোহেল (৩০), আমির হোসেন হিরা (৩৬), আনোয়ার হোসেন (২৭), জামাল হোসেন (২৯), মোছা. শাহিনুরকে (৩২) গ্রেফতার করে।
একই দিন বেলা ২টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন সায়হাম ফিউচার কমপ্লেক্স এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের উপর অভিযান চালিয়ে বুনিয়া সোহেল গ্রুপের আরো সাত সদস্যকে গ্রেফতার করা হয়। তারা হলেনÑ জেনেভা ক্যাম্পের নুরী বেগম (৩০), মিঠুন (২৪), সাহিল (৩৮), নাঈম (২৪), মো: আজিম (৩৭), বানু বেগম (৫০) ও সাবিক হাসান (২০)।
গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর এলাকায় অভিযান চালিয়ে একই বাহিনীর আরো তিন সদস্যকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেনÑ মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের বাসিন্দা আমিন (২৮), ইকবাল (৩৮) ও আসিফ মিয়া (৩৭)। গ্রেফতারকৃতদের ঢাকাস্থ র‌্যাব-২ এর কাছে হস্তান্তর করেছে র‌্যাব-৯ সিলেট কর্তৃপক্ষ।

 


আরো সংবাদ



premium cement
‘জয় বাংলা’ স্লোগান দেয়া সেই সিভিল সার্জন এবার বাধ্যতামূলক অবসরে আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে ফের সড়ক দুর্ঘটনা, নিহত ১ জাতীয় গ্রিডে যুক্ত হলো আরো ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস বরিশাল মহানগর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিলামে উঠছে এস আলম গ্রুপের বন্ধকি সম্পত্তি ঢাকায় পুলিশের ‘বিশেষ চেকপোস্ট’ কার্যক্রম শুরু চিংড়ির উৎপাদন বাড়ানোর আহ্বান বাণিজ্য উপদেষ্টার তথ্য ফাঁসের দায়ে নেতানিয়াহুর মুখপাত্র-উপদেষ্টাসহ ৪ ইসরাইলি কর্মকর্তা গ্রেফতার মিরসরাইয়ে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

সকল