২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
সেমিনারে বক্তারা

আরবি ভাষা শিক্ষায় জনমত সৃষ্টি দরকার

-

আরবি ভাষা শিক্ষার জন্য জনমত সৃষ্টি দরকার মন্তব্য করে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ বলেছেন, আরবি না জানার কারণে মধ্যপ্রাচ্যে আমাদের জনশক্তির অপচয় হয়। মধ্যপ্রাচ্যে যাওয়া শ্রমিকদের ‘কাইফা হালুকা, আনা বিখায়ের’ শুধু এটুকু আরবি জানলেই হবে না, একজন শ্রমিক যাতে আরবি বুঝতে ও বুঝাতে পারে পাশাপাশি লিখতে পারে সেটা জানা খুবই দরকার। এ জন্য এখান (দেশ) থেকেই আরবি ভাষা শিখিয়ে পড়িয়ে পাঠাতে হবে।
গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ কুরআন প্রচার ফাউন্ডেশনের উদ্যোগে ‘মধ্যপ্রাচ্য কর্মসংস্থান বৃদ্ধি ও দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো অপরিহার্য’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিদেশে গিয়ে শুধু আরবি ভাষা না জানার কারণে প্রবাসীরা নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন মন্তব্য করে জমিজমা বিক্রি করে শ্রমিকরা মধ্যপ্রাচ্যে গিয়েই টেনশনে পড়েন কিভাবে সেই টাকা তুলবেন। বিদেশে গিয়ে শুধু আরবি ভাষা না জানার কারণে তারা নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। এর পর বিদেশে নানান চড়াই-উৎরাই পেরিয়ে দেশের উন্নয়নে রেমিট্যান্স পাঠিয়ে অবদান রাখা শ্রমিকরা, যখন দেশের এয়ারপোর্টে পৌঁছেন তখন মনে হয় একজন আসামি এসেছে। আমাদের এই মানবিক সামজিক মূল্যবোধগুলোর পরিবর্তন আনা দরকার।

বিশেষ অতিথির বক্তব্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বলেন, জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আজকের এ সেমিনার। বাংলাদেশের অর্থনীতি মূলত তিনটি ভিতের উপর দাঁড়িয়ে রয়েছে। সেগুলো হলোÑ রেমিট্যান্স, গার্মেন্টস ও গ্রামীণ উন্নয়ন।
তিনি বলেন, প্রবাসীদের বলা হয় রেমিট্যান্স যোদ্ধা। সত্যিকার অর্থে তারাই আসল যোদ্ধা। আমরা জাতিগতভাবে স্বাধীনতা লাভ করেছি, তবে অর্থনৈতিকভাবে এখনো স্বাধীনতা অর্জন করতে পারিনি। এ জন্য বিভিন্ন সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংকসহ অন্যদের কাছে কম্প্রোমাইজ করতে হয়েছে। প্রবাসীরা যে কয় টাকার বেতনে চাকরি করে তার চেয়ে কয়েক গুণ বেশি অর্থ দেশে পাঠায়। তারা ওভারটাইম করে বাড়তি আয় করে। বৈদেশিক মুদ্রার পুরোটাই তারা দেশে পাঠায়। প্রবাসীরাই অর্থনৈতিক মুক্তিযোদ্ধা।
সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ কুরআন প্রচার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ বিমানের সাবেক উপ-প্রধান প্রকৌশলী মো: তামজিদুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বাংলাদেশ দূতাবাস সৌদি আরবের সাবেক ইকোনমিক কাউন্সিলর ড. মোহাম্মদ আবুল হাসান।

 


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ শ্রম আইন ব্যাপক সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ বড় পরিকল্পনা না থাকলে একদিনে এত ঘটনা ঘটত না : তথ্য উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোনো মতপার্থক্য নেই পৃথক বিচার বিভাগীয় সচিবালয় স্থাপনে দ্বৈত শাসনের অবসান হবে ফলোঅন স্বস্তির পর বাংলাদেশের ইনিংস ঘোষণা শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের ইসকন নেতা চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারীকে বিমানবন্দর থেকে গ্রেফতার ব্যাটারির অটোরিকশা চলতে পারবে ঢাকা মহানগরে শ্রীলঙ্কা, কেনিয়া ও বাংলাদেশ বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখায় দুশ্চিন্তায় আদানি বাধার মুখেই ইসলামাবাদমুখী ইমরান সমর্থকরা, গ্রেফতার সহস্রাধিক খালেদা জিয়ার বাসভবনে সৌদি রাষ্ট্রদূত

সকল