জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
- ০৩ নভেম্বর ২০২৪, ০১:৪২
জাগো নারী ফাউন্ডেশনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বিকেলে রাজধানীর রূপনগরের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মুশতারী বেগমের সভাপতিত্বে এবং কো-চেয়ারম্যান কবি নাজনীন তৌহিদের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন মওলানা ভাসানী স্মৃতি পরিষদের সভাপতি পারভীন নাসের ভাসানী, ভার্চুয়ালি আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারপারসন নূর-উন-নাহার মেরী, প্রধান আলোচক ছিলেন ভিন্নমাত্রা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান ও নজরুল চর্চা ফাউন্ডেশনের মহাসচিব কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ, বিশেষ অতিথি ছিলেন জাগো নারী ফাউন্ডেশন, আমেরিকা শাখার সভাপতি নাসিমা আক্তার রোজী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপপরিচালক মির্জা আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহসভাপতি মো: সানোয়ার হোসেন, যুগ্ম মহাসচিব শাহনাজ বেগম, পরিচালক অর্থ মো: মতিউর রহমান হিরু, কার্যনির্বাহী সদস্য নূর মোহাম্মদ ও হালিমা আক্তার চামেলী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে পারভীন নাসের ভাসানী বলেন, জাগো নারী ফাউন্ডেশন আর্তমানবতার সেবায় নিয়োজিত একটি নারী সংগঠন। নারী-পুরুষের বৈষম্য দূর করতে এই সংগঠন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সমাজের নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত ও দুস্থ নারীদের সমস্যা সমাধানের জন্য জাগো নারী ফাউন্ডেশনের নারী নেত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা আমাকে এই সংগঠনের সাথে কাজ করতে অনুপ্রাণিত করছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অদূর ভবিষ্যতে জাগো নারী ফাউন্ডেশন শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে তার খ্যাতি ছড়িয়ে পড়বে। পরিশেষে তিনি জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নূর-উন-নাহার মেরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা