২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আওয়ামী লীগ ইতিহাসকে বিকৃত করে শিশুদের পড়িয়েছে : আমিনুল হক

-

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব আমিনুল হক বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকারের শাসনামলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পথে নিয়ে গেছে। তাদের সেই শিক্ষা ব্যবস্থার পাঠ্যপুস্তকে বাংলাদেশের প্রকৃত ইতিহাসকে বিকৃত করে আমাদের শিশুদের পড়ানো হয়েছে।
তিনি বলেন স্বাধীনতার ৫৩ বছর পরে এসেও আমাদের ভাই ও বোনদের দেশের স্বাধীনতা এবং গণতন্ত্র রক্ষার জন্য, জনগণের ভোটের অধিকার রক্ষার জন্য, বাংলাদেশের মাটিতে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে জীবন দিতে হয়েছে। আজকে স্বাধীনতার ৫৩ বছর পরে এসেও আমরা বাংলাদেশের প্রকৃত সঠিক ইতিহাস বই প্রস্তকের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এখনো শিখাতে পারিনি।

গতকাল শনিবার দুপুরে রাজধানীর পল্লবীর ২ নম্বর ওয়ার্ড লালডেক ঈদগাহ মাঠে আয়োজিত এক মতবিনিময় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন। পল্লবী-রূপনগর থানা এলাকার স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষক ও মসজিদের ইমাম-খতিবদের সাথে এ মতবিনিময় সভা করেন তিনি।
সাবেক ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান ও যুগ্ম আহ্বায়ক মুকছেদুর রহমান আবীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মিরপুর গালর্স আইডিয়াল কলেজের অধ্যক্ষ মুস্তারি আহমেদ, ড. মো: শহীদুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো: খালেকুজ্জামান, শহীদ আবু তালেব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম বোরহান উদ্দিন, মিরপুর ১১ নম্বর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবদুল বাতেন, মিরপুর ৬ নম্বর কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদরাসার খতিব ও মোহতামিম মাওলানা আব্দুল কবির কাসেমী, দারুল বাসাদ মাদরাসার ভাইস প্রিন্সিপাল মুফতি আব্দুল হালিম, জামিয়া ইসলামিয়া বায়তুস সালাম মাদরাসার প্রিন্সিপাল মুফতি সাইফুজ্জামানসহ প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য এ বি এম এ রাজ্জাক, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, মহিলাদল নেত্রী লাইলী বেগম, পল্লবী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান, মোতালেব হোসেন হাওলাদার, রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জি: মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রাজু, যুবদল পল্লবী থানার সভাপতি যুব নেতা হাজী নূর সালাম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম নজু, ২ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মো: মামুনসহ প্রমুখ।
এরপর বিকেলে রূপনগরে হিন্দুদের শ্রী শ্রী গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব পরিদর্শন করেন তিনি।


আরো সংবাদ



premium cement