সংবিধান সংস্কারের দাবিতে এনসিবির মানববন্ধন
- ০৩ নভেম্বর ২০২৪, ০১:৪২
ফ্যাসিবাদী ব্যবস্থা চিরদিনের জন্য বিলুপ্ত করে জনকল্যাণমুখী সর্বজনীন সংবিধানের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল মানববন্ধন করেছে ন্যাশনাল বাংলাদেশ (এনসিবি)। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু বলেন, গণবিরোধী ও বিতর্কিত কালা কানুনগুলো পরিবর্তনের মাধ্যমে সময়োপযোগী ও প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় কল্যাণমুখী একটি সার্বজনীন সংবিধান প্রণয়ন করতে হবে। দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিতকরণ, আইনের সুশাসন, দলীয় সরকার ক্ষমতায় থাকলেও যেন সুষ্ঠু নির্বাচন প্রভাব খাটাতে না পারে, সে জন্য নির্বাচন ব্যবস্থায় আমূল পরিবর্তন প্রয়োজন। পররাষ্ট্রনীতি ও অর্থপাচার রোধ, নিরাপদ খাদ্য, ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্নীতি ও দুর্বৃত্তায়নরোধ, একমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন, বাংলা সাহিত্য বিকাশের লক্ষ্যে কবি লেখকদের উন্নতিকল্পে করণীয় নির্ধারণ, সংবিধান জনগণের অধিকার এবং নিরাপত্তা বিধানসহ সংবাদপত্রের স্বাধীনতা এবং ধর্ম পালনে সব নাগরিকদের সমান অধিকার নিশ্চিতকরণ, আধুনিক তথ্যপ্রযুক্তি সম্মত আইনশৃঙ্খলাবাহিনী গড়ে তোলা, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতায় ভারসাম্য আনতে হবে। হাজারো মায়ের বুক খালি করার মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্ন ধূলিসাৎ করার জন্য ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা দেশে-বিদেশে এখনো তৎপর আছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে দলমত নির্বিশেষে আমাদের সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভাপতির বক্তব্যে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ-এনসিবির চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর বলেন, স্বাধীনতা পরবর্তীতে এ পর্যন্ত সেনাশাসন এবং দলীয় সরকারের ক্ষমতা পালাবদল বারংবার কাটাছেঁড়ার মাধ্যমে সংবিধানকে দলীয় গঠনতন্ত্রে পরিণত করে ফেলেছে। তাই এ সংবিধান সংস্কারের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে।
এনসিবির মহাসচিব ইকবাল হাসান স্বপনের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে গণ অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান, বাংলাদেশ ইয়ুথ ফোরামের চেয়ারম্যান সাইদুর রহমান, এনসিবির প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার আনোয়ার পারভেজ, কবি নীলা ফেলদৌস, মাওলানা লুৎফুর রহমান আব্বাসী, শাহজাহান খোকন, শেখ সাবিদ আল গাফফার, সাংগঠনিক সম্পাদক কবি আরিফুজ্জামান জুলহাস, তপু মীর, শামসুদ্দিন রতন, দফতর সম্পাদক নুরে আলম সিদ্দিকী প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা