ঝিনাইদহে ইবি শিক্ষার্থীকে কুপিয়ে জখম
- ইবি সংবাদদাতা
- ০২ নভেম্বর ২০২৪, ০০:০০
টিউশন থেকে ফেরার পথে ঝিনাইদহ শহরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
গত বৃহস্পতিবার শহরের আরাপপুরে এ ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী মশিউর রহমান বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি লালন শাহ হলের আবাসিক শিক্ষার্থী।
ভুক্তোভোগী শিক্ষার্থীর বন্ধু নুর উদ্দিন জানান, গত বৃহস্পতিবার ঝিনাইদহের আরাপপুরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মশিউর (ভুক্তভোগী) টিউশনি শেষ করে ক্যাম্পাস বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় সেখানে স্থানীয় দুইটি পক্ষের সংঘর্ষ শুরু হয়। তাদের একটি পক্ষ মশিউরকে প্রতিপক্ষ ভেবে তার ওপর অস্ত্রশস্ত্রসহ হামলা চালায়। তার হাঁটুর নিচে ধারালো চাপাতি দিয়ে আঘাত করা হয়। এ ছাড়াও হাতের কবজি, কনুই ও পা-সহ তার শরিরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। এ সময় এক পথচারী তাকে আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সে আশঙ্কাজনক অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তোভোগী শিক্ষার্থীর বন্ধু নুর উদ্দিন বলেন, আমাদের বন্ধুর ওপর অতর্কিত এ হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে।
এ দিকে এ হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ডেকেছে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।