জাবিতে সব ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিতের দাবি
- জাবি প্রতিনিধি
- ০২ নভেম্বর ২০২৪, ০০:০০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিতের দাবি জানিয়েছে ‘জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন’। একই সাথে দ্রুত নির্বাচন কমিশন গঠন করে জাকসু কার্যকর করার দাবিও জানানো হয়।
গত বৃহস্পতিবার সংগঠনটির মুখপাত্র নাজিরুল ইসলাম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতি বার্তায় আহবায়ক ইয়াহিয়া জিসান এবং সদস্যসচিব আবু বকর আলী এ দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জাতীয়ভাবে নিষিদ্ধ নয় এমন সব ছাত্রসংগঠনের উন্মুক্ত রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে হবে এবং ক্যাম্পাসে সব সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিত করতে হবে। একই সাথে সব ধরনের লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। হল দখল, রুম দখল, রাজনৈতিক ব্লক তৈরি, টেন্ডারবাজির মতো অপরাজনৈতিক চর্চা চব্বিশের গণ-অভ্যুত্থানের স্পিরিট বিরুদ্ধ কাজ বলে এর বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করতে হবে।
নেতৃবৃন্দ আরো বলেন, নিজস্ব রাজনৈতিক সংস্কারের মধ্যে দিয়ে ২৪-এর গণ-অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ এবং শহীদদের আকাক্সক্ষাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাহাঙ্গীরনগরের সার্বিক মানোন্নয়ন ও এর পুনর্গঠনে সব স্টেকহোল্ডারকে এগিয়ে আসতে হবে। এছাড়া, দ্রুততম সময়ে হল সংসদ এবং বিভাগীয় ছাত্রসংসদ নির্বাচনও প্রশাসন আয়োজন করবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। নেতৃবৃন্দ বলেন, সব ধরনের দলান্ধতা, ধর্মান্ধতা, ব্যক্তিকেন্দ্রিক মানসিকতা পরিহার করে জনগণের আকাক্সক্ষাকে ধারণ করে মেরিটোক্রেসিকে প্রাধান্য দিয়ে মুক্তমনা প্রো-বাংলাদেশ কেন্দ্রিক ছাত্ররাজনীতি গড়ে তুলতে হবে। এমন এক নতুন ক্যাম্পাস নিয়ে ভাবতে হবে, যেখানে কোনো ফ্যাসিবাদী মনন থাকবে না। আমরা এমন ক্যাম্পাস চাই, যেখানে কোনো দমন-পীড়ন প্রশ্রয় পাবে না। আদর্শকে আদর্শ দিয়ে মোকাবেলাকে প্রায়োরিটি দেয়া হবে।
ছাত্ররাজনীতি প্রশ্নে নেতৃবৃন্দ বলেন, এর ব্যাপক ইতিবাচক সংস্কার প্রয়োজন। ভবিষ্যতের ছাত্ররাজনীতিতে মত-দ্বিমত হবে, যুক্তির পাথরে সবাই বিক্ষিপ্ত হবে কিন্তু কোনো হকিস্টিক কিংবা স্ট্যাম্প থাকবে না। কোনো গেস্টরুম, গণরুম সংস্কৃতি থাকতে পারবে না, অ্যাকাডেমিক পরিবেশ কেউ বিঘি্নত করতে পারবে না। গণতান্ত্রিক পরিবেশে ভিন্নমতের প্রতি থাকবে সম্মান কিন্তু কেউ যেন স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সে ব্যাপারে রাখতে হবে সজাগ ও পূর্ণদৃষ্টি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা