২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঢাবি সলিমুল্লাহ মুসলিম হলে বৃক্ষরোপণ

-

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলে গতকাল ১ নভেম্বর শুক্রবার এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান হল প্রাঙ্গণে একটি জলপাই গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। পরে হল প্রাধ্যক্ষ ড. আব্দুল্লাহ-আল-মামুন-এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. এম আনোয়ার হোসেন, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ ড. মো: ফারুক শাহ এবং হলের আবাসিক শিক্ষক ও পরিবেশ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পরিবেশ সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে বলেন, এ ক্ষেত্রে তরুণ প্রজন্মকে আরো বেশি করে সক্রিয় হতে হবে। পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচি ও স্বেচ্ছাসেবী কার্যক্রম আরো জোরদার করতে হবে। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement