২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জালেমের হাত থেকে দেশকে রক্ষা করে ছাত্র-জনতা : শাহজাহান চৌধুরী

-

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, জালেম শেখ হাসিনার হাত থেকে এ দেশকে রক্ষা করেন ছাত্র-জনতা। তিনি আরো বলেন, পৃথিবীতে আল্লাহ তায়ালা আমাদেরকে খলিফা হিসেবে প্রেরণ করেছেন। আমাদের মাঝে রাসূল সা:-কে পথপ্রর্দশক হিসেবে প্রেরণ করেছেন এবং আমরা তার ওপর ইমান এনেছি। আমরা সেই নবীর অনুসারী। আল্লাহ তায়ালা তার মধ্যে আমাদের জন্য রেখেছেন উত্তম চরিত্র।
নগরীর বায়েজিদ থানাধীন সুলতানি মঞ্জিল মার্কেট প্রাঙ্গণে সিরাতুন্নবী সা: মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় গত বুধবার সন্ধ্যায় তিনি এসব কথা বলেন।
নগর জামায়াতের আমীর বলেন, রাসূল সা: যেভাবে মসজিদে নববীতে নামাজের ইমামতি করেছেন ঠিক যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালনও করেছেন। তিনি রাষ্ট্র পরিচালনায় আমাদের জন্য রেখে গেছেন মদিনার সনদ। রাজনীতি, অর্থনীতি, শ্রমনীতি, শাসন ব্যবস্থাসহ কোনো কিছুই বাদ পড়েনি।
তিনি আরো বলেন, পতিত ফ্যাসিস্ট খুনি হাসিনা পালনোর পূর্বে দেশে ওয়াজ মাহফিলে ওপর ১৪৪ ধারা জারি ছিল। যেভাবে মক্কার কাফেরদের আক্রমণ থেকে বায়তুল্লাহকে রক্ষা করার জন্য আববিল পাখি পাঠিয়েছেন ঠিক ৫ আগস্টেও আল্লাহ তায়ালা ছাত্র-জনতার মাধ্যমে এ দেশকে জালেম হাসিনার হাত থেকে রক্ষা করেছেন। আমরা আর পতিত স্বৈরাচরদের এদেশের মাটিতে পুনর্বাসন হতে দেবো না।
ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমানের সভাপতিত্বে মাহফিলে প্রধান ওয়ায়েজ ছিলেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অধ্যাপক ড. বি. এম. মফিজুর রহমান আজহারী, প্রধান আলোচক ছিলেন, চকবাজার নবাব ওয়ালী বেগ খাঁ জামে মসজিদের খতিব ড. মাহমুদুল হাসান, বিশেষ বক্তা ছিলেন, বন্দরটিলা আলীশাহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মহিউদ্দিন মাহবুব, বায়েজিদ থানা জামায়াতের আমীর মাওলানা জাকির হোসেন ও নায়েবে আমীর মাওলানা মোহাম্মদ ফজলুল কাদের।
মোহাম্মদ আলমগীর হোসাইনের সঞ্চালনায় মাহফিলে আরো উপস্থতি ছিলেন, হাফেজ আবুল মানসুর, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা মাহবুবুর রহমান, মজিবুর রহমান, মোস্তাক রেজা, আবুল খায়ের সিদ্দিক আলী, ডা: এস আলম প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement