২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘গল্পে গল্পে রাসূলকে জানি’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

অতিথিদের সাথে গল্পে গল্পে রাসূলকে জানি প্রতিযোগিতার বিজয়ীরা : নয়া দিগন্ত -

ছোট্ট সোনামনিদের জন্য প্রতিষ্ঠিত দেশের সর্বপ্রথম আইপি চ্যানেল কিডস ক্রিয়েশন টিভির আয়োজনে পবিত্র মাহে রবিউল আওয়াল উপলক্ষে রাসূল সা:-এর জীবন নিয়ে অনলাইন ভিত্তিক গল্প বলার প্রতিযোগিতা ‘গল্পে গল্পে রাসূলকে জানি’র পুরস্কার বিতরণী গত ৩০ অক্টোবর কিডস ক্রিয়েশন টিভির নিজস্ব স্টুডিওতে অনুষ্ঠিত হয়।
কিডস ক্রিয়েশন টিভির সিইও সংবাদপাঠক ও বাচিকশিল্পী শরীফ বায়জীদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব। বিশেষ অতিথি ছিলেন প্রখ্যাত গীতিকার ও সুরকার তাফাজ্জল হোসাইন খান ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সওয়াব’-এর চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন কিডস ক্রিয়েশন টিভির ডেপুটি হেড অব প্রোগ্রাম আহসান হাবীব খান।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে চট্টগ্রামের মেহরীমা বিনতে ফারুক, দ্বিতীয় হয়েছে খুলনার মো: হাসান আল বান্না, তৃতীয় হয়েছে ঢাকার আজরাফ তাসকিস সাদী, চতুর্থ হয়েছে চট্টগ্রামের আব্দুল্লাহ আরীজ ও পঞ্চম হয়েছে ঢাকার মাহিরা মাহজুবা নুশরা। বিজ্ঞপ্তি।

 

 


আরো সংবাদ



premium cement