টেকসই সংস্কার ও নির্বাচন কার্যক্রম দৃশ্যমান করা দরকার : খেলাফত মজলিস
- ০১ নভেম্বর ২০২৪, ০৩:২১
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাপ্তাহিক সভায় খেলাফত মজলিস নেতারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার মানবাধিকার বা অন্য কোন ইস্যুতে বিদেশী কোন সংস্থার সাথে দেশ-জনগণের স্বার্থ পরিপন্থী কোন চুক্তি বা সমঝোতা করবে না বলে জনগণ প্রত্যাশা করে।
সরকারকে টেকসই সংস্কার ও নির্বাচন কার্যক্রম দৃশ্যমান করা দরকার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে বাজার মনিটরিং আরো জোরদার এবং সিন্ডিকেট দৌরাত্ম্য ভেঙে দিতে হবে। পলাতক স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। ফ্যাসিস্টদের পুনর্বাসনের যেকোনো অপতৎপরতা রুখে দিতে হবে। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সরকার সংস্কার কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস।
গতকাল সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয়ে আমিরে মজলিস মাওলানা আবদুল বাছিত আজাদের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাহী সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক মো: আবদুল জলিল, ডা: রিফাত হোসেন মালিক, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, খন্দকার শাহাবুদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, ডা: আবদুর রাজ্জাক, মো: জহিরুল ইসলাম, অ্যাডভোকেট শায়খুল ইসলাম, অধ্যাপক মাওলানা আজিজুল হক, হাজী নূর হোসেন, আলহাজ আবু আদিবা, হাফেজ নুরুল হক, আবুল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা