২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্রত্যাহার হচ্ছে রাঙ্গামাটি ও বান্দরবান ভ্রমণ নিষেধাজ্ঞা

-


পর্যটকদের জন্য রাঙ্গামাটি ও বান্দরবান ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে। ১ নভেম্বর রাঙ্গামাটি, ৫ নভেম্বর খাগড়াছড়ি এবং ১০ নভেম্বর বান্দরবান জেলা ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। গতকাল সংশ্লিষ্ট জেলা প্রশাসক এ ঘোষণা দেন।
১ নভেম্বর থেকে রাঙ্গামাটি যেতে পারবেন পর্যটকরা
রাঙ্গামাটি প্রতিনিধি জানান, রাঙ্গামাটিতে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জেলা প্রশাসন। ১ নভেম্বর থেকে পর্যটকরা নির্দ্ধিধায় রাঙ্গামাটি ভ্রমণ করতে পারবেন।

গতকাল রাঙ্গামাটি জেলা প্রশাসনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে রাঙ্গামাটিতে পর্যটকদের আগমনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার কথা জানান রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
পাহাড় ঘেরা রাঙ্গামাটির বিশাল কাপ্তাই লেক, আর প্রাকৃতিক ঝর্ণার অপার সৌন্দর্য উপভোগ করতে ভ্রমণ পিপাসুরা নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারবেন পর্যটন শহর রাঙ্গামাটিতে।
এ দিকে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছে রাঙ্গামাটির পর্যটন উদ্যোক্তারা। রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপেক্সসহ বেসরকারি পর্যটন কেন্দ্রগুলো রাঙ্গামাটি ভ্রমণ করতে আসা পর্যটকদের আতিথেয়তা দিতে সব প্রস্তুতি গ্রহণ করেছে।

তুলে নেয়া হচ্ছে বান্দরবান ভ্রমণের নিষেধাজ্ঞা
বান্দরবান প্রতিনিধি জানান, আগামী সপ্তাহে পার্বত্য জেলা বান্দরবানে পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে। ১ নভেম্বর রাঙ্গামাটি, ৫ নভেম্বর খাগড়াছড়ি ও ১০ নভেম্বরের মধ্যে বান্দরবানে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্টেক হোল্ডারদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক এ তথ্য জানান। সভায় পুলিশ সুপার মো: শহীদুল্লাহ কাউছারসহ নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন প্রথম দিকে সীমিত আকারে পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকরা যাতায়াত করতে পারবেন পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে পুরো বান্দরবান জেলা খুলে দেয়া হবে পর্যটকদের জন্য।

গত ৭ অক্টোবর বান্দরবান, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসন থেকে বিজ্ঞপ্তি দিয়ে ৮-৩১ অক্টোবর পর্যন্ত তিনটি জেলায় ‘পর্যটক ভ্রমণে প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেয়া হয়। পাহাড়ে সাম্প্রতিক সঙ্ঘাতময় পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তা ও অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে প্রশাসন এই নিষেধাজ্ঞা জারি করে। দীর্ঘ এক মাস ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েছেন বলে তারা জানিয়েছেন। সেই সাথে বান্দরবানে বেশ কিছু হোটেল রিসোর্ট লোকসানের মুখে পড়ে ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে।
বান্দরবানে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিতে গত সোমবার হোটেল মোটেল ব্যবসায়ীরা জেলা প্রশাসকের বরাবর একটি লিখিত আবেদন করেন। এ দিকে বান্দরবানে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিতে সকালে যানবাহন ও হোটেল মোটেল রিসোর্টের শ্রমিকরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করে।

 


আরো সংবাদ



premium cement