শহীদের রক্ত আন্দোলনের বিজয় নিশ্চিত করবে : মুহাম্মদ শাহজাহান
- চট্টগ্রাম ব্যুরো
- ৩১ অক্টোবর ২০২৪, ০০:০০
শহীদের রক্ত ও নির্যাতিত ভাইদের আত্মত্যাগ এ দেশের ইসলামী আন্দোলনের বিজয় নিশ্চিত করবে। জেল, জুলুম ও নির্যাতন করে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা স্তব্ধ করা যাবে না। ইসলামী আন্দোলনের কর্মীরা আগামী দিনে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে ইসলামের পক্ষে বিজয় নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করবে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত শহীদ পরিবারের সদস্য, আহত, পঙ্গু ও কারা নির্যাতিতদের সম্মানে গতকাল বুধবার বিকেলে আয়োজিত মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ শাহজাহান প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। জেলার কর্ণফুলী ক্রসিং-এর একটি কমিউনিটি হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক। প্রধান অতিথি আরও বলেন, ফ্যাসিবাদী ও জুলুমবাজ সরকার হাসিনাও সারা দুনিয়ার কাছে কলঙ্কিত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। হাসিনার এই দেশত্যাগ মূলত শহীদ ও পঙ্গুদের রক্তের বিনিময়ে সম্ভব হয়েছে। মূলত শহীদের রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। বিশেষ অতিথির বক্তৃতায় শাহজাহান চৌধুরী বলেন, শহীদ ভাইদের শ্রদ্ধাভরে স্মরণ করে বলছি আল্লাহ ছাত্র-জনতার মাধ্যমে আপনাদের রক্তের বদলা দিয়েছেন। ফ্যাসিবাদী সরকার অনেক চেষ্টা করার পরও চট্টগ্রাম দক্ষিণ জেলার ইসলামী আন্দোলনকে দমাতে পারেনি। ভবিষ্যতেও পারবে না, ইনশাআল্লাহ। জাফর সাদেক বলেন, শহীদরা জীবিত। শহীদদের মৃত্যু হয় না। আজ শহীদদের রেখে যাওয়া কাজ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আঞ্জাম দিতে হবে।
সভাপতির বক্তব্যে আনোয়ারুল আলম চৌধুরী বলেন, নির্যাতিত ভাইদের ত্যাগের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবো যেন আপনাদের দুনিয়া ও আখিরাতকে আল্লাহ এ ত্যাগের বিনিময়ে উত্তম জাযাহ দান করেন। শহীদদের ত্যাগ আজীবন ধরে রাখার চেষ্টা করতে ইসলামী আন্দোলনকে এগিয়ে নেয়ার জন্য সবার প্রতি আহবান জানান।
জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, জেলা সাংগঠনিক স¤পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নাছের, ছাত্রশিবির চট্টগ্রাম পশ্চিম জেলা সভাপতি ছাত্রনেতা আইয়ুবুল ইসলাম, লোহাগাড়া উপজেলা আমির অধ্যাপক আসাদ উল্লাহ ইসলামাবাদী, বাঁশখালী উপজেলা আমির ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, সাতকানিয়া উপজেলা আমির মাওলানা কামাল উদ্দিন, কালারপুল সাংগঠনিক থানা আমির মাস্টার নাছির উদ্দীন, সাংগু থানার আমির ডা: আব্দুল জলিল, কর্ণফুলী উপজেলা আমির মাস্টার মনির আবছার, সাতকানিয়া পৌরসভা আমির মুহাম্মদ ওয়াজেদ আলী, শহীদ সালাউদ্দিনের বড় ভাই মাওলানা মুহাম্মদ ইয়াহিয়া, আন্দোলনে আহত কামাল উদ্দিন প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা