দ্রব্যমূল্য বৃদ্ধি অন্তর্বর্তীকালীন সরকারকে গণবিচ্ছিন্ন করার যড়যন্ত্র : এম এ হাসেম রাজু
- ৩১ অক্টোবর ২০২৪, ০০:০০
আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু ও গণ-অধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল ১৫ অক্টোবর নগরীর চকবাজার, বহদ্দারহাট, রিয়াজউদ্দিন বাজার, কাজীর দেউরী বাজারে প্রতিটি পণ্যের দামের অসহনীয় ঊর্ধ্বগতি পর্যবেক্ষণ করেন। পরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নগরীর চকবাজার কাঁচাবাজার চত্বরে এক প্রতিবাদ সভা গণ-অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগর সভাপতি আবু মোহাম্মদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও আইএইচআরসি চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়ক শওকত নূরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আইএইচআরসির দফতর সম্পাদক মো: মঈনউদ্দীন আহমদ, চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক তাহেরা আক্তার শারমিন, সদস্যসচিব এস এম কামরুল ইসলাম, উত্তর জেলা আহ্বায়ক সৈয়দ মোস্তফা আলম মাসুম, সদস্যসচিব আওরঙ্গজেব খান সম্রাট, অ্যাডভোকেট জসিম উদ্দীন হিমেল, মাওলানা আব্দুল হামিদ চকরী, তপন চক্রবর্তী প্রমুখ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু বলেন, শত শত মায়ের বুক খালি করার মধ্য দিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ অর্জন হলেও অন্তর্বর্তীকালীন সরকারকে গণবিচ্ছিন্ন করার লক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সৃষ্টি করে লুকিয়ে থাকা স্বৈরাচারের রেখে যাওয়া দোসররা বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করেছে। তাই প্রশাসনকে এই কৃত্রিম সঙ্কট অবশ্যই দ্রুত সময়ের নিরসন করার উদ্যোগ গ্রহণ করতে হবে। বিজ্ঞপ্তি।