লেগুনা স্ট্যান্ডে চাঁদাবাজির দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ড
- নিজস্ব প্রতিবেদক
- ৩১ অক্টোবর ২০২৪, ০০:০০
রাজধানীর বনশ্রী লেগুনা স্ট্যান্ডে চাঁদাবাজির দ্বন্দ্বের জেরে মো: হাসান হাওলাদারকে (১৯) হত্যা করেছে প্রতিপক্ষ। গত মঙ্গলবার পুলিশ জানিয়েছিল ছিনতাইকারীরা তাকে হত্যা করে থাকতে পারে। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ জানতে পারে- লেগুনার টাকা তোলাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল ভোরে রামপুরা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত দু’জনকে গ্রেফতার করেছে। তারা হলেন- মো: সোহেল (৩২) ও মো: রাতুল ইসলাম (২১)।
বাড্ডা থানা সূত্রে জানা যায়, বনশ্রী লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে হত্যা ও গুরুতর আঘাতের ঘটনায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দু-তিনজনকে অভিযুক্ত করে গতকাল ভোরে বাড্ডা থানায় মামলা হয়।
জানা যায়, গত মঙ্গলবার রাত পৌনে রামপুরা ব্রিজের ওপর বনশ্রী লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো: হাসান হাওলাদারের সাথে কয়েকজনের বাগি¦তণ্ডা হয়। একপর্যায়ে গ্রেফতার সোহেল ও রাতুলসহ অন্য আসামীরা ক্ষিপ্ত হয়ে ধারালো চাপাতি ও ছুরি দিয়ে হাসানকে গুরুতর আঘাত করে। এ সময় হাসানকে বাঁচাতে তার বন্ধু মো: নূরে আলম এগিয়ে এলে তিনিও গুরুতর আঘাতের শিকার হন। পথচারীরা গুরুতর আহতাবস্থায় তাদের দুইজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা হাসান হাওলাদারকে মৃত ঘোষণা করেন। অন্য দিকে নূরে আলমকে গুরুতর আহতাবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বাড্ডা থানার একটি টিম তথ্য ও প্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ের মধ্যে মামলার এজাহারনামীয় সোহেল ও রাতুলকে গ্রেফতার করে। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত অন্যান্যকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, স্ট্যান্ডের টাকা তোলা বা চাঁদাবাজির দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা