২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

টাকা না পেয়ে সিলেটে ন্যাশনাল ব্যাংকে গ্রাহকদের তালা

-

অ্যাকাউন্টে টাকা আছে; কিন্তু তুলতে গেলে নেই। এমন চিত্র সিলেটজুড়ে ন্যাশনাল ব্যাংকের প্রায় প্রতিটি ব্রাঞ্চে। এ নিয়ে ব্যাংক কর্তৃপক্ষের সাথে গ্রাহকদের বাগি¦তণ্ডা নিত্যনৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
এবার টাকা না পেয়ে ব্যাংকে তালা দিলেন গ্রাহকরা। ব্যাংকের শিবগঞ্জ শাখায় তালা ঝুলিয়ে দিয়েছেন তারা।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ন্যাশনাল ব্যাংক শিবগঞ্জ শাখায় ভিড় করেন গ্রাহকরা। এ সময় টাকা না পেয়ে উত্তেজিত গ্রাহকরা কর্মকর্তাদের ভেতরে রেখে ফটকে তালা দেন।
ন্যাশনাল ব্যাংকের শিবগঞ্জ ব্রাঞ্চের গ্রাহক কয়েছ বলেন, ব্যাংকে লাখ লাখ টাকা জমা দিতে এলে ঠিকই জমা নিচ্ছে; কিন্তু টাকা উত্তোলনের জন্য চেক নিয়ে এলে তিন হাজার টাকার উপরে আর দিচ্ছে না। এটা ব্যাংক না ডাকাতদের কারখানা, ব্যাংক কর্তৃপক্ষ যদি এ সমস্যা সমাধান করতে না পারেন তাহলে ঊর্ধ্ববতন কর্মকর্তাকে জানাবেন। আমরা কি ভিক্ষুক নাকি না লোন নিতে এসেছি? আমাদের টাকা না দেয়ায় আমরা ব্যাংকে তালা ঝুলিয়েছি। আমাদের মা-বোন প্রতিদিন টাকা জামা রাখেন, পরদিন ব্যাংক কর্তৃপক্ষ বলে ব্যাংকে টাকা নেই।

অপর গ্রাহক ইফজাল বলেন, ভাই আমি অসুস্থ। আমি ভারতে যাবো চিকিৎসা নিতে। ব্যাংক ম্যানেজার তিন হাজার টাকার উপরে দিচ্ছে না। সে বলে ছয় মাসের মধ্যে সব ঠিক হবে। আমি এখন চিকিৎসা না করতে পারলে টাকা কেন ব্যাংকে রাখলাম।
ন্যাশনাল ব্যাংক লিমিটেড শিবগঞ্জ শাখার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজারকে একাধিকবার ফোন দেয়া হলেও রিসিভ না করায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক ন্যাশনাল ব্যাংকের একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, অ্যাকাউন্টে টাকা থাকলে কী হবে ব্রাঞ্চগুলোতে তো ক্যাশ টাকা নেই। আমরা নিজেরা নিরাপত্তাহীনতায় ভুগছি। শিগগিরই এমন পরিস্থিতি থেকে উত্তরণের সম্ভাবনা দেখছেন না তারা।


আরো সংবাদ



premium cement