রাজশাহীতে সাহিত্য ভাবনায় জুলাই বিপ্লব ও কবিতাপাঠ অনুষ্ঠান
- ৩১ অক্টোবর ২০২৪, ০০:০০
বুদ্ধিদীপ্ত তারুণ্য সাহসী সংগ্রামে জীবন বিলিয়ে দেয়ার মধ্যদিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশে মানবিক সমাজ প্রতিষ্ঠায় এখন তরুণদেরকেই এগিয়ে নিয়ে আসতে হবে শিল্প-সাহিত্য ও বিশুদ্ধ সংস্কৃতিচর্চার মধ্যদিয়ে। মূলত বুদ্ধিবৃত্তিক চর্চায় তরুণদের সম্পৃক্ততা না বাড়াতে পারলে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়া সম্ভব নয়। গত মঙ্গলবার রাজশাহী কলেজ অডিটোরিয়ামে পরিচয় সংস্কৃতি সংসদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী কলেজের আয়োজনে ‘সাহিত্য ভাবনায় জুলাই বিপ্লব ও কবিতাপাঠ’ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
পরিচয় সংস্কৃতি সংসদের সভাপতি কবি ও গবেষক প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন শহীদ আলী রায়হানের পিতা মুহাম্মদ মুসলেম উদ্দিন। অনুভূতি পেশ করেন শহীদ সাকিব আনজুমের পিতা মাইনুল হক। কবি ড. ফজলুল হক তুহিনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ যহুর আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মুহাম্মদ ইব্রাহীম আলী, কথাশিল্পী ডা: নাজিব ওয়াদুদ, প্রফেসর ড. শিখা সরকার, কবি সায়ীদ আবুবকর প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড. আবু নোমান।
দ্বিতীয় পর্ব ছিল তারুণ্যের বুদ্ধিবৃত্তিক চর্চার জন্য উন্মুক্ত। রাজশাহী শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা আন্দোলনের অভিজ্ঞতা বর্ণনা করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুর রহিম এবং মহুয়া জান্নাতের উপস্থাপনায় জুলাই বিপ্লবের সহযাত্রীরা স্বরচিত কবিতা পাঠে অংশগ্রহণ করেন। তারা কবিতা, ছড়া, গল্প ও স্মৃতিকথা লিখনের মধ্যদিয়ে জুলাই বিপ্লবের ইতিহাসকে অভিজ্ঞতার বয়ানে তুলে আনেন। এ পর্বে লেখা পাঠে অংশগ্রহণ করেন- রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক কবি শিফন হাবিব, বাংলা বিভাগের অধ্যাপক কবি হাজেরা খাতুন, বাংলাদেশ আর্মি বিশ্ববিদ্যালয় নাটোরের ইংরেজি বিভাগের অধ্যাপক কবি প্রত্যয় হামিদ, কবি এরফান আলী এনাফ, কথাসাহিত্যিক মাতিউর রহমান, কবি আসাদুল্লøাহ মামুন, ড. সায়ীদ ওয়াকিল, দৈনিক নতুন প্রভাতের সম্পাদক কবি সোহেল মাহবুব, ড. মঞ্জিলা শরীফ, কবি ফারহানা শরমিন জেনী, রৌদ্রলিপি সম্পাদক মনির বেলাল, বেনেবউ সম্পাদক কবি বান্দা হাফিজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শিল্পী সালাহউদ্দিন আম্মার, মাহমুদুল হাসান মাসুম, মোশাররফ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা