ঢাবির ৬ শিক্ষার্থীর ‘নুরুল ইসলাম স্মারক ট্রাস্ট ফান্ড বৃত্তি’ লাভ
- ৩০ অক্টোবর ২০২৪, ০২:২৭
সদাচরণ, ক্লাসে নিয়মিত উপস্থিতি ও পরীক্ষায় ভালো ফলাফল করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত ২০২২-২৩ শিক্ষাবর্ষের ৬ শিক্ষার্থী ‘মো: নুরুল ইসলাম স্মারক ট্রাস্ট ফান্ড বৃত্তি’ লাভ করেছেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ ২৮ অক্টোবর ২০২৪ সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ^বিদ্যালয় চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। ঢাকা বিশ^বিদ্যালয় চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়ন এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে¡ অনুষ্ঠানে প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা বিশ^বিদ্যালয় চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের সভাপতি মো: শাহজাহান স্বাগত বক্তব্য দেন এবং সাধারণ সম্পাদক মো: সেলিম মিয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন।
ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রয়াত মো: নুরুল ইসলামের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় তিনি আজীবন লড়াই করে গেছেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভিসি বলেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সফলতাকে স্বীকৃতি দেয়া হয়। এতে শিক্ষার্থীরা লেখাপড়ায় উৎসাহিত ও অনুপ্রাণিত হয়। শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসার জন্য তিনি বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
বৃত্তিপ্রাপ্তরা হলেন- বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো: মেহেদী হাসান, ফিন্যান্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো: কলিম উল্লাহ, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া রহমান, অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সাবিহা আলম রাইকা ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুমানা আলম নিশি এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো: আল মোমীনীন হাসান।
প্রসঙ্গত, মরহুম মো: নুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা