৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬
`

নভেম্বরের মধ্যে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের ৭ দফা পুরণের দাবি

-


জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের পুনর্বাসন, আহতদের যথাযথ চিকিৎসা, কর্মসংস্থান ও ক্ষতিপূরণের বিষয়ে কার্যক্রম চলতি বছরের নভেম্বরের মধ্যে নিশ্চিতসহ ৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে ‘রক্তিম জুলাই ২৪’ নামক শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম। এ সময়, সরকারের তত্ত্বাবধানে অভ্যুত্থানে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা তৈরিপূর্বক অতিসত্বর গেজেট প্রকাশের দাবি জানায় সংগঠনটি।
গতকাল মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলনে আয়োজিত হয়। লিখিত বক্তব্যে ‘রক্তিম জুলাই ২৪’ আহ্বায়ক সাইফুদ্দীন মুহামাদ এমদাদ সাত দফা দাবি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে জুলাই বিপ্লবে শহীদের স্বজনরা ও আহতরা উপস্থিত ছিলেন।

জুলাই বিপ্লবে আহত ছাত্র-জনতার সাত দফা দাবি হলো- ১. জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের নির্ভুল ও সম্পূর্ণ তালিকা রাষ্ট্রীয় তত্ত্বাবধানে অতিসত্বর গেজেট করে প্রকাশ করতে হবে। শহীদ ও আহতদের রাষ্ট্রীয় সম্মাননা ও পদবি দিতে হবে।
২. সরকারকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে আহতদের উন্নত চিকিৎসার জন্য একসঙ্গে প্রয়োজনীয় সব স্বাস্থ্যসেবা অর্থপেডিক, ফিজিওথেরাপি, চক্ষু, নিউরোলজি, জেনারেল সার্জারি, মেডিসিন বিভাগের সমন্বয় করে দেশ-বিদেশের বিশেষজ্ঞদের দিয়ে একটি বিশেষায়িত সরকারি হাসপাতালের মাধ্যমে কার্যক্রম শুরু করতে হবে। পাশাপাশি সঙ্কটাপন্ন আহতদের তালিকা করে অতিদ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে।

৩. আহতদের এবং শহীদ পরিবারের পুনর্বাসন, কর্মসংস্থান, ক্ষতিপূরণ বিষয়ে সরকারকে নভেম্বর, ২০২৪-এর মধ্যে সব কার্যক্রম নিশ্চিত করতে হবে।
৪. অনতিবিলম্বে ফ্যাসিস্ট হাসিনার দোসর রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ ও ফ্যাসিস্ট সংবিধান বিলুপ্ত ঘোষণা করে জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে প্রজাতন্ত্রের নতুন গঠনতন্ত্র প্রস্তুত করতে হবে।
৫. শহীদদের লাশের উপর দাঁড়িয়ে মাফিয়াতন্ত্র বহাল রাখার জন্য কোনো নির্বাচন নয়। অতি দ্রুত রাজনৈতিক অংশীজনদের ঐক্য নিশ্চিত করে রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ জনগণের সামনে তুলে ধরে কার্যকর জনক্ষমতায়ন সুনিশ্চিত করতে হবে।
৬. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অতিদ্রুত উন্নয়ন ঘটিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে। দ্রুততার সঙ্গে পুলিশ ও বিচার বিভাগসহ সব বিভাগে সার্বিক সংস্কার করতে হবে।
৭. স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদায়ন কার্যপ্রণালি বাস্তবায়ন করে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের প্রশাসন থেকে উৎখাত করতে হবে। ন্যায়বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনোভাবেই পুনর্বাসন করা যাবে না ।

 


আরো সংবাদ



premium cement
বন্যপ্রাণী সংরক্ষণ ও সঠিক ব্যবস্থাপনায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : উপদেষ্টা কুষ্টিয়ায় আটক বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে আবু সাঈদসহ জুলাই অভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্তির সিদ্ধান্ত সম্মিলিত প্রচেষ্টা থাকলে দেশে ইসলামি পরিবেশ আসবে : খলীল আহমদ কাসেমী আলোকচিত্রে জলবায়ু সহনশীলতার সাহসী গল্প গাজীপুর জেলা পরিষদ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সহায়তা প্রদান বেতাগীতে নয়া দিগন্তের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা আবারো সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ যুক্তরাষ্ট্রে গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলেছেন অর্ধেক ভোটার : জরিপ স্বর্ণের দামে নতুন রেকর্ড ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু

সকল