কুরআনের পাতায় পাতায় বিজ্ঞান প্রয়োজন গভীর অধ্যয়ন : মুহাম্মদ শাহজাহান
- চট্টগ্রাম ব্যুরো
- ৩০ অক্টোবর ২০২৪, ০২:২৬
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান বলেছেন, কুরআনের পাতায় পাতায় বিজ্ঞান রয়েছে, গভীর উপলব্ধির সাথে অধ্যয়ন প্রয়োজন। তিনি বলেন, বিজ্ঞানের উৎকর্ষের এই যুগে কুরআনের আলোকে ভাবতে হবে। কুরআনে মানব জীবনের বিজ্ঞানভিত্তিক রূপরেখা আছে। গভীর উপলব্ধির সাথে তার অনুসন্ধান করতে হবে। এই বিশ্ববিদ্যায়ের ওয়ার্ল্ড র্যাংকিং আরো উচ্চে নিয়ে যেতে শিক্ষকদের এগিয়ে আসতে হবে উল্লেখ করে তিনি বলেন, এটিকে একটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে যার যার অবস্থান থেকে থেকে অবদান রাখতে হবে।
গত রোববার রাতে নগরির একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত আইআইইউসির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের আয়োজনে দুই দিনব্যাপী ইন্টারন্যাশনাল সায়েন্স কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন আইআইইউসির ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং আইআইইউসির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের চেয়ারম্যান ড. আ জ ম ওবায়দুল্লাহ, আইআইইউসির ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ের প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. সানাউল্লাহ চৌধুরী, আই ট্রিপল ই বাংলাদেশ সেকশনের সভাপতি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের ইটিই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আজাদ হোসেন এবং নির্ধারিত প্রধান অতিথি সাবেক ভিসি ও প্রফেসর এমিরেটাস প্রফেসর ড. এ কে এম আজহারুল ইসলামের অনুপস্থিতে তার বক্তব্য পাঠ করেন আইআইইউসির রেজিস্ট্রার কর্নেল (অব:) মোহাম্মদ কাশেম, পিএসসি । অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ শামসুল আলম, আয়োজন কমিটির কো-কনভেনার ড. মোহাম্মদ শামীমুল হক চৌধুরী ও কনফারেন্সের টেকনিক্যাল সেক্রেটারি ড. সিকদার সানবিম ইসলাম।
সভাপতির বক্তব্যে আইআইইউসির ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, বিজ্ঞান ও ইসলামের মধ্যে কোনো বিরোধ নেই। বিজ্ঞান হচ্ছে জ্ঞানের একটি বিশেষ শাখা। জ্ঞানের নতুন সৃষ্টিতে এবং চ্যালেঞ্জগুলো মোকাবেলায় এই কনফারেন্স ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এই সমাপনী অনুষ্ঠানে সায়েন্স কনফারেন্সের সাতটি সেরা প্রবন্ধের গবেষক-লেখকদের হাতে পুরস্কার তুলে দেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান এবং ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা