৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
`

মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে আরো ২৯ জন গ্রেফতার

-

অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন এলাকায় চলছে যৌথবাহিনীর অভিযান। গত সোমবারের অভিযানে বিভিন্ন অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে আরো ২৯ জনকে। যাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পিস্তল, চাপাতি, সামুরাইসহ বিভিন্ন অস্ত্র। গতকাল মঙ্গলবার পুলিশ সদর দফতরে এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর সাংবাদিকদের এসব তথ্য জানান।
গত ৫ আগস্টের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির বিভিন্ন থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে থাকলেও নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে মোহাম্মদপুর এলাকা। এরই মধ্যে সেখানে ১০ জন বেশি প্রাণ হারান। আহত হন অর্ধশতাধিক। হতাহতের এই সংখ্যা প্রতিদিন বাড়তে থাকে। ছিনতাই-ডাকাতি যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার থেকে আনুষ্ঠানিক অভিযান শুরু করে যৌথবাহিনী। যার প্রথম দিনেই গ্রেফতার করা হয়েছিল ৪৫ জনকে। রোববার ৩৪ জন এবং সোমবার ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এআইজি সাগর জানান, সোমবার রাতে মোহাম্মদপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর টহলদল যৌথভাবে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে দুটি রিভলবার, ২০ রাউন্ড গুলি ও ৫টি চাপাতি উদ্ধার করা হয়। পৃথক আরেক অভিযানে মোহাম্মদপুর এলাকা থেকে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা, দুটি সামুরাই, একটি চাপাতি, একটি ছুরি ও একটি অটোরিকশা জব্দ করা হয়। এ ছাড়া মোহাম্মদপুর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকাতি মামলায় তিনজন সক্রিয় ডাকাত সদস্য, দস্যুতা মামলায় পাঁচজন, চুরি মামলায় তিনজন পেশাদার চোর এবং ডিএমপি অ্যাক্টে দু’জনসহ ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement