২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাঙ্গামাটি খাগড়াছড়িতে ভ্রমণনিষেধাজ্ঞা প্রত্যাহার, বান্দরবানে বহাল

-

পর্যটকদের ভ্রমণের ওপর রাঙামাটি ও খাগড়াছড়ি থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হলেও বান্দরবানে বহাল আছে। পর্যটকদের জন্য আগামী ১ নভেম্বর থেকে খুলে দেয়া হচ্ছে রাঙামাটি ও ৫ নভেম্বর খুলে দেয়া হচ্ছে খাগড়াছড়ি জেলা। বান্দরবানের বিষয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত নেয়া হবে বলে পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সূত্রে জানা গেছে। আজ বুধবার এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসনে জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। গত ৭ অক্টোবর বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসন থেকে বিজ্ঞপ্তি দিয়ে ৮-৩১ অক্টোবর পর্যন্ত এই তিনটি জেলায় ‘পর্যটক ভ্রমণ নিরুৎসাহিত’ করার কথা বলা হয়। যদিও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন নিরুৎসাহিত নয় বরং নিষেধাজ্ঞা ছিল। কেন এই নিষেধাজ্ঞ ছিল এ বিষয়ে প্রশাসন থেকে স্পষ্ট কিছু জানানো না হলেও পাহাড়ে ধর্মীয় উৎসব চলাকালিন নিরাপত্তাজনিত কারণে প্রশাসন থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল। বান্দরবানে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিতে সোমবার পর্যটন ব্যবসায়ীরা জেলা প্রশাসককে একটি লিখিত আবেদনও করেন। সন্ত্রাসী তৎপরতা ও অভিযানের কারণে গত প্রায় দুই বছর থেকে বান্দরবানে পর্যটন ব্যবসায় স্থবিরতা চলছে। লোকসানের মুখে বন্ধ হয়ে গেছে অনেক হোটেল রিসোর্ট। নিষেধাজ্ঞা তুলে নেয়া না হলে অন্য রিসোর্ট হোটেলগুলোও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা ব্যক্ত করেছেন ব্যবসায়ীরা। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থায় ও সিমিত আকারে হলেও বান্দরবানে পর্যটকদের ভ্রমণে উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

 


আরো সংবাদ



premium cement