২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
সাবেক স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রাণরক্ষা ও সম্পদ ফিরে পেতে সরকারের হস্তক্ষেপ কামনা

-

সাবেক স্ত্রী ও তার সহযোগীদের হাত থেকে জীবন রক্ষা এবং সহায়সম্পদ ফিরে পেতে অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তা কামনা করেছেন নড়াইল পৌরসভার বাসিন্দা মুফতি আবদুর রহমান। গতকাল জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার সাবেক স্ত্রী রিক্তা ও তার অন্যতম সহযোগী ইয়াছিন ও তার অন্যান্য সহযোগী সন্ত্রাসীরা দীর্ঘদিন থেকে নানা কায়দায় ষড়যন্ত্র করে আমার জমিজমা গ্রাস করার চেষ্টা করে আসছে। সেই অপচেষ্টায় ব্যর্থ হয়ে অবশেষে তাদেরই দলের এক মেয়েকে আমার সাথে বিয়ে দেয়ার জন্য অনেক চেষ্টা করে এবং অবশেষে সফলও হয়। আর আমার সাবেক স্ত্রীর উদ্দেশ্য ছিল যে, সে বিয়ের পরে আমাকে মেরে ফেলবে এবং আমার সব স্থাবর অস্থাবর সব সম্পত্তির মালিক হবে এবং তা থেকে সন্ত্রাসীদেরও ভাগ দেবে। এই উদ্দেশ্য সে আমাকে মারার জন্য সদাসর্বদা চেষ্টা অব্যাহত রাখে। এই পর্যন্ত আমাকে সে বহুবার সন্ত্রাসীদের দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে। তাতে সে প্রতিবার ব্যর্থ হয়েছে। সে আমার ঘরের টাকা লুট করে সন্ত্রাসীদের নিয়ে একসাথে মাদক সেবন করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। আমি মসজিদে ইমামতি করতাম ও মাদরাসায় শিক্ষকতা করতাম। মসজিদে যখন আমি যেতাম তখন সে তার বাহিনীকে ফোন করে নিয়ে আসত। এভাবে আমাকে মারার জন্য চেষ্টা চালাতে থাকে। কিন্তু বারবার ব্যর্থ হয়ে তারা ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় আমাকে জেল খাটিয়েছে। আমার বাড়িতে লুটপাট করে নগদ টাকা ও সম্পদ নিয়ে গেছে। কারাগার থেকে জামিনে বের হওয়ার পর আমাকে অপহরণ করে হত্যাচেষ্টা চালানো হয়েছে। আমি আমার জীবনরক্ষা ও সম্পদ ফিরে পেতে সরকারের সহায়তা চাচ্ছি। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement