২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন

হাবে প্রশাসক নিয়োগ বাতিলের দাবি হাবের

-

সরকার কর্তৃক হজ এজেন্সি অ্যাসোসিয়েশনে (হাব) অনৈতিক প্রশাসক নিয়োগ বাতিল ও সহনীয় বিমানভাড়া নির্ধারণ করে হজ প্যাকেজ ঘোষণার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছেন চট্টগ্রাম অঞ্চলের সদস্যরা। গতকাল সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করেন তারা। হাব সদস্য মো: জালাল উদ্দিনের সভাপতিত্বে ও হাবের সাবেক সেক্রেটারি আব্দুল মালেকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন হাবের সাবেক চেয়ারম্যান মো: শাহ আলম।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, সরকার আওয়ামী প্রেতাত্মা আমলাদের পাতানো পরিকল্পনায় মক্কা শরীফ থেকে ১০/১৫ কিলোমিটার দূরে আজিজিয়ায় বাসা দেখিয়ে হজ প্যাকেজ ঘোষণার পরিকল্পনা নিয়েছে। এ দেশের ধর্মপ্রাণ মুসলমান জীবনের সমস্ত অর্জনের বিনিময়ে পবিত্র হজ পালন করতে গিয়ে পবিত্র মক্কা শরীফের কাছাকাছি ঘরে থেকেই সেখানে ওয়াক্তের নামাজ পড়ায় আগ্রহী। ১০/১৫ কিলোমিটার দূরে বাসা দেখিয়ে হজ প্যাকেজ ঘোষণা চট্টগ্রামবাসী কখনো মেনে নেবে না।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আটাবের সাবেক ইভিপি মোহাম্মদ এমদাদ উল্লাহ, আটাব হাব সাবেক চেয়ারম্যান মো: আবুল কাশেম, মাওলানা আব্দুল নবী আল কাদেরী, মোহাম্মদ মোরশেদুল আলম, ফরিদ আহমেদ প্রমুখ।


আরো সংবাদ



premium cement