কেরানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল করে নিয়েছে সন্ত্রাসীরা
- ঢাকা জেলা প্রতিনিধি
- ২৬ অক্টোবর ২০২৪, ০০:০৫
ঢাকার কেরানীগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী মো: জিন্নাহ, মো: আল-আমিন ও মরিয়ম মেম্বারের ছেলে আরিফুর রহমানসহ ১০-১৫ অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী জাহাজ ব্যবসায়ী জিএম সারোয়ারের মালিকানাধীন দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া মৌজার ১৩ শতাংশ জমি জোরপূর্বক দখল করে নিয়েছে। দখলের পর সন্ত্রাসীরা তাদের নামে জমির মালিকানা দাবি করে সাইনবোর্ড লাগিয়েছে। এ সময় ওই জমির মালিক জিএম সারোয়ার ও সিদ্দিকের কর্মচারীরা জমির চারপাশে বাউন্ডারি তৈরির কাজ করছিল। গত বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকার খেজুবাগ বন্দে এ ঘটনা ঘটে।
জমির মালিক জিএম সারোয়ার জানান, তিনি ও তার ব্যবসায়িক পার্টনার সিদ্দিকুর রহমান যৌথভাবে ১৯৯৪ সালে গনি গংদের কাছ থেকে কেরানীগঞ্জ উপজেলার ইকুরিয়া মৌজায় ১৩.৬৭ শতাংশ জমি ক্রয়সূত্রে মালিক হয়ে ভোগদখল করে আসছেন। জমির ওপরে তাদের ছনের ঘরসহ একটি বাগানবাড়ি ছিল। অনেক বিখ্যাত রাজনৈতিক নেতা, সমাজসেবক তাদের ছনের ঘরে আসতেন। আমি বিএনপি-সমর্থিত ব্যবসায়ী হওয়ায় আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু আওয়ামী লীগ নেতা লাট মিয়াকে দিয়ে ৫০ বছর আগের রেকর্ডে ভুল হয়েছে দাবি করে আমার দখলে থাকা জমির দলিল ও নামজারির জাল-জালিয়াতি করেছে। তাদের জাল দলিলের বিরুদ্ধে কেরানীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) বরাবরে মিস কেইস দায়ের করা হলে তৎকালীন কেরানীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মো: শহিদুল হক পাটোয়ারী দখলদারদের নকল দলিল ও নামজারি বাতিল করে জিএম সারোয়ারের পক্ষে রায় প্রদান করেন। তারপরও আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর নির্দেশে হামলা চালিয়ে জমির উপরে থাকা স্থাপনা ভেঙে লুট করা হয়ছে। এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় গত ১৩ মে মামলা করেন জি এম সারোয়ার। (মামলা নং ২৬)। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ প্রতিবেদকের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
গত ৫ আগস্ট পটপরিবর্তনের পর ওই সন্ত্রাসীরা বিএনপির জনৈক নেতার আশ্রয়ে-প্রশ্রয়ে গতকাল আওয়ামী লীগের সন্ত্রাসী মো: জিন্নাহ, মো: আল-আমিন ও মরিয়ম মেম্বারের ছেলে আরিফুর রহমানসহ ১০-১৫ অস্ত্রধারী সন্ত্রাসী জমিটি দখল করে আরিফুর রহমানের নামে মালিক দাবি করে সাইনবোর্ড লাগায়।
এ ব্যাপারে দখলদার আরিফুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমিটি তিনি আওয়ামী লীগ নেতা লাট মিয়ার কাছ থেকে বায়নাসূত্রে মালিক হিসেবে সাইন বোর্ড লাগিয়েছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা