২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

লিফট থেকে পড়ে ঢাবি কর্মকর্তার মৃত্যু

-

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (কার্স) ভবনের লিফট থেকে পড়ে মোহাম্মদ আবদুল্লাহ নামে এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সিনিয়র সহকারী পরিচালক (হিসাব) পদে কর্মরত ছিলেন। এ ঘটনায় দু’টি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা গেছে, গতকাল শুক্রবার সকালে লিফটে উঠতে গিয়ে নিচে পড়ে যান আবদুল্লাহ। আহতাবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢামেক ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিসে (ওসেক) তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
নিহত মোহাম্মদ আবদুল্লাহ (৫৫) বাড়ি গাজীপুর জেলার গাছা থানার কলেমশ্বর গ্রামে। বাবার নাম মৃত এস এম কাউসার উদ্দিন। তিনি ঢাবির চারুকলা অনুষদের সিনিয়র সহকারী হিসাব পরিচালক হিসেবে দায়ীত্বরত ছিলেন। নিহত আবদুল্লাহর স্ত্রী ও তিন ছেলেমেয়েকে নিয়ে গাজীপুরে থাকতেন তিনি।
এ দিকে দুর্ঘটনার কারণ উদঘাটন ও প্রতিকার বিষয়ে সুপারিশ প্রদানের জন্য ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নির্দেশনায় তাৎক্ষণিকভাবে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাঁচ সদস্যবিশিষ্ট এই কমিটিতে রয়েছেন- ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির, সহকারী প্রক্টর অধ্যাপক ড. আবু আছাদ চৌধুরী, কারসের পরিচালকের একজন প্রতিনিধি ও প্রধান প্রকৌশলী সদস্য প উপ রেজিস্ট্রার (তদন্ত) শেখ আইয়ুব আলী।
এ ছাড়া সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেসের (কার্স) পরিচালকের নির্দেশনায় চিফ সায়েন্টিস্ট ড. মো: লতিফুল বারীকে আহ্বায়ক, সহকারী প্রক্টর ড. এ কে এম নূর আলম সিদ্দিকী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) মো: আহসান হাবিবকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট পৃথক একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য বলা হয়েছে।


আরো সংবাদ



premium cement