২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
বিহার উদ্বেগ

তারকা হোটেলে পর্যটক ও অতিথি ২০-৩০ শতাংশে নেমেছে

হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা - সংগৃহীত

ভিআইপি অতিথি ও পর্যটকের অভাবে ভুগছে দেশের তারকা মানের বিলাসবহুল হোটেলগুলো। মূল্যস্ফীতি বাড়ায় পরিচালন ব্যয় বাড়লেও সেই তুলনায় আয় বাড়েনি এ খাতে। ফলে এ খাতের উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা চাপের মুখে পড়েছেন। এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা)।

সংগঠনের সভাপতি এইচ এম হাকিম আলী দাবি করেছেন, এক দিকে ব্যাংকঋণের উচ্চসুদহার পরিশোধ করতে হচ্ছে। অন্য দিকে আয় কমে গেলেও সময়মতো কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও ইউটিলিটি বিল পরিশোধ করতে হচ্ছে। ফলে এ খাতে অর্থনৈতিক সঙ্কট প্রকট হচ্ছে।

বিহার মতে, ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও বিভাগীয় শহরগুলোতে অবস্থিত তারকামানের হোটেলগুলো এখনো তাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসতে পারেনি। বিশেষ করে গত কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতার কারণে পর্যটক, অতিথি ও করপোরেট প্রতিষ্ঠানসহ বড় বড় সামাজিক সংগঠনের অনুষ্ঠানাদি কমে যাওয়ায় তারকা মানের হোটেলগুলোর আয় উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। যার নেতিবাচক প্রভাব সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে পড়ার আশঙ্কা রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে সংস্থাটি।

গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিহা উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে গত জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরে কঠিন সময় পার করছে তারকামানের হোটেলগুলো। কারণ দেশীয় এবং আন্তর্জাতিক উভয় পর্যটক বাংলাদেশে ভ্রমণে সেই সময় অনাগ্রহী ছিলেন। তবে আগের তুলনায় পরিস্থিতি এখন কিছুটা উন্নতি হলেও পর্যটক ও অতিথি সঙ্কটে ভুগছে হোটেলগুলো। বিহার মতে, তারকামানের হোটেলগুলোর পর্যটক ও অতিথি উপস্থিতির হার ২০-৩০ শতাংশে নেমে এসেছে, যা সাধারণত ৭০-৮০ শতাংশের মধ্যে থাকে।

হোটেলগুলো তাদের কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত আয় করতে পারছে না। এর সাথে যুক্ত হয়েছে কিছু দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা, যা এখনো তুলে নেয়া হয়নি। এতে করে এ শিল্প আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে ৫১টি নিবন্ধিত তারকামানের হোটেল রয়েছে। এর সঙ্গে প্রায় আরো দুই হাজার অতিরিক্ত হোটেল রয়েছে, যেগুলো রেটিং ছাড়াই পরিচালিত হয়।
বিহার মতে, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে নিবন্ধিত তারকামানের হোটেলগুলোর আর্থিক ক্ষতির পরিমাণ এক হাজার ৫০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।


আরো সংবাদ



premium cement
রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ বিয়ের প্রলোভনে আ’লীগ নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর শুল্ক আরোপ করবেন আ’লীগ ইসলামী আদর্শকে জঙ্গিবাদ বলে এখন জঙ্গি ও সন্ত্রাসী হয়ে দেশ ছেড়ে পালিয়েছে : আলাউদ্দিন সিকদার শিক্ষার্থীদের আন্দোলন কঠোর হয়ে দমন করতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা শরণখোলা প্রেসক্লাবের নির্বাচনে আলী সভাপতি-আনোয়ার সম্পাদক রিমান্ড শেষে কামরুল-জ্যাকবকে কারাগারে পাঠানোর আদেশ সংবিধানে যেসব সংস্কার প্রস্তাব দিলো বিএনপি যমুনা রেল সেতু উদ্বোধন জানুয়ারিতে, ট্রায়াল ট্রেনের যাত্রা শুরু চিন্ময়ের মুক্তি নিয়ে বাংলাদেশের সাথে আলোচনা করতে ভারতকে অনুরোধ ইসকনের শেখ হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ

সকল