২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চসিক মেয়র হিসেবে ডা: শাহাদাতের শপথ ৩ নভেম্বর

-

চট্টগ্রাম সিটি করপোরেশনের-চসিক মেয়র হিসেবে অবশেষে শপথ নিতে যাচ্ছেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা: শাহাদাত হোসেন। আগামী ৩ নভেম্বর সকালে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
একই সঙ্গে ডা: শাহাদাত হোসেনের সম্পত্তির বিবরণ সংবলিত হলফনামা স্থানীয় সরকার বিভাগে পাঠাতে বলা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, আগামী ৩ নভেম্বর (রোববার) বেলা সাড়ে ১১টায় স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচিত মেয়রের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ নির্বাচিত মেয়রকে শপথবাক্য পাঠ করাতে সানুগ্রহ সম্মতি দিয়েছেন বলে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তাকে লেখা ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে। এমতাবস্থায়, তার শপথ গ্রহণ অনুষ্ঠানের লক্ষ্যে এ ক্ষেত্রে আদালতের কোনো স্থগিতাদেশ বা আইনগত কোনো জটিলতা আছে কি না তা জরুরি ভিত্তিতে জানানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
অন্য এক চিঠিতে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ৮(১) ও (২) ধারা মোতাবেক নবনির্বাচিত মেয়রের শপথ গ্রহণের সময় সম্পত্তির বিবরণ সংবলিত হলফনামা দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। এমতাবস্থায়, চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র এর সম্পত্তির বিবরণ সংবলিত হলফনামা ৩০০ (তিন শত) টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে আগামী দুই কার্যদিবসের মধ্যে স্থানীয় সরকার বিভাগে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
প্রসঙ্গত, গত ১ অক্টোবর চট্টগ্রামের যুগ্ম জেলা ও দায়রা জজ এবং নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ খাইরুল আমীনের আদালত চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন নিয়ে বিএনপির মেয়র প্রার্থী ডা: শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় ডা: শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেন আদালত।


আরো সংবাদ



premium cement
এশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে রাশিয়ার পাল্টা হুমকি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বিক্ষোভে উত্তাল পাকিস্তানে নিহত আরো ৬, সেনা মোতায়েন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ বিয়ের প্রলোভনে আ’লীগ নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর শুল্ক আরোপ করবেন আ’লীগ ইসলামী আদর্শকে জঙ্গিবাদ বলে এখন জঙ্গি ও সন্ত্রাসী হয়ে দেশ ছেড়ে পালিয়েছে : আলাউদ্দিন সিকদার শিক্ষার্থীদের আন্দোলন কঠোর হয়ে দমন করতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা শরণখোলা প্রেসক্লাবের নির্বাচনে আলী সভাপতি-আনোয়ার সম্পাদক রিমান্ড শেষে কামরুল-জ্যাকবকে কারাগারে পাঠানোর আদেশ সংবিধানে যেসব সংস্কার প্রস্তাব দিলো বিএনপি

সকল