রাজধানীতে ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক কনফারেন্স শুরু কাল
- ২৪ অক্টোবর ২০২৪, ০০:০৫
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং আইওএম বাংলাদেশের যৌথ উদ্যোগে রাজধানীতে ২৫-২৭ অক্টোবর অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল কনফারেন্স উপলক্ষে ডিআরইউ সাগর-রুনি মিলনায়তনে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, দক্ষিণ এশিয়া বিশ্বের সবচেয়ে জনবহুল অঞ্চলগুলোর মধ্যে একটি। বিশ্বের ২৫ শতাংশের বেশি জনসংখ্যার আবাসন এই অঞ্চলে। অন্যান্য ভূখণ্ডের তুলনায় দ্রুত বৃদ্ধি পাবে বলে আশা করা হলেও এখানকার আনুমানিক প্রবৃদ্ধির হার মাত্র ৬% এর নিচে। অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি সত্ত্বেও বেশ কিছু কাঠামোগত সমস্যা নিয়ে জর্জরিত থাকায় এই অঞ্চলের বৃদ্ধির হার কম বলে ধারণা করা হয়। এই সমস্যা সমাধানে বিশ্লেষণ এবং সংলাপ অত্যন্ত প্রয়োজন। তারা বলেন, পাবলিক সেক্টর ডেভেলপমেন্ট এজেন্সিগুলোর পক্ষে এককভাবে এত বড় টেকসই উন্নয়ন এজেন্ডা পরিচালনা করা প্রায় অসম্ভব। আন্তর্জাতিক সম্প্রদায়ও টেকসই উন্নয়নের লক্ষ্যে একটি সামগ্রিক ব্যবস্থার ওপর জোর দিয়েছে। শুধু রাষ্ট্রচালিত উন্নয়ন সংস্থাগুলোর সাথে অংশীদারিত্বের মাধ্যমেই এই উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন সম্ভব। এই সংক্রান্ত বিশ্লেষণ এবং সংলাপের লক্ষ্যে তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মিট দ্য প্রেসে আয়োজকদের পক্ষে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের প্রেসিডেন্ট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালাব্যামা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আখলাক হক, ড. শরিফুল আলম, প্রফেসর ড. শাফিউল ইসলাম, মিলি রহমান, খোন্দকার জাকারিয়া আহমদ প্রমুখ বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা