২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মনি কিশোরের দাফন নিয়ে জটিলতা

-

দাফন জটিলতায় দুই দিন ধরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পড়ে রয়েছে গায়ক মনি কিশোরের লাশ। কোন ধর্ম অনুসরণের মাধ্যমে তার দাফন হবে এমন বিতর্ক থেকেই মূলত জটিলতা সৃষ্টি হয়েছে। কারণ ব্যক্তিগত জীবনে এই শিল্পী এক সময় সনাতন ধর্মাবলম্বী ছিলেন। তবে নব্বইয়ের দশকে মুসলিম মেয়েকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। এরপর গত দেড় যুগ আগে সেই সংসারে বিচ্ছেদ হয়।
বিষয়টি নিয়ে মনি কিশোরের বড় ভাই অশোক কুমার বলেন, মনি বেঁচে থাকা অবস্থায় তার দাফনের বিষয়টি একমাত্র মেয়ে নিন্তিকে জানিয়েছিলেন। মেয়েও জানিয়েছে, তার বাবাকে যেন দাফন করা হয়। এমনটাই নাকি সে বলে গিয়েছিল। মেয়েকে যেহেতু বলে গিয়েছে, তাই তার ইচ্ছামতো দাফন করা হবে। আমরা অন্য কোনো সিদ্ধান্তে যাবো না।
বিগত কয়েক বছর ধরে ঢাকায় একাই জীবনযাপন করছিলেন এই গায়ক। তার একমাত্র মেয়ে নিন্তি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তার কাছেই মনি কিশোর জানিয়ে গেছেন, মৃত্যুর পর যেন লাশ দাফনের ব্যবস্থা করা হয়।
কোথায় দাফন করা হবে, জানতে চাইলে অশোক কুমার মণ্ডল বলেন, আমাদের সেভাবে কোনো চাওয়া নেই। আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে লাশ হস্তান্তর করা হবে। এরপর তারাই সিদ্ধান্ত নেবে, কোথায় লাশ দাফন করা হবে।
নব্বই দশকের জনপ্রিয় এই গায়কের লাশ গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে রামপুরা টিভি সেন্টার রোডের ৩৩৫ নম্বর বাড়ি থেকে উদ্ধার করা হয়। পুলিশ জানান, তিন-চার দিন আগেই গায়কের মৃত্যু হয়েছে। লাশটি ফ্ল্যাটে পড়ে থাকার একপর্যায়ে ফুলে ফেঁপে ওঠে দুর্গন্ধ ছড়াতে শুরু করে।
এ দিকে শিল্পীর ভগ্নিপতি নাট্যশিক্ষক বিপ্লব বালা বলেন, মনি কিশোরের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমঘরেই থাকছে। পরলোকগত শিল্পীর মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
অন্য দিকে আঞ্জুমান মফিদুল প্রসঙ্গে বিপ্লব বালা বলেন, মনি কিশোরের লাশ তো বেওয়ারিশ নয়। সাধারণত বেওয়ারিশ লাশের দাফন করে থাকে আঞ্জুমানে মুফিদুল। তার পরিবারের সদস্যরা আছেন।
প্রসঙ্গত, ৯০ দশকের জনপ্রিয় শিল্পী মনি কিশোর। ক্যারিয়ারে পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন তিনি। রেডিও, টিভির তালিকাভুক্ত শিল্পী হলেও এসব মাধ্যমে গান গেয়েছেন অল্প। মূলত অডিওতে গান করেছেন বিরামহীন। ৩০টির বেশি একক অ্যালবাম প্রকাশ হয়েছে মনি কিশোরের। যার প্রায় সবগুলোই ছিল হিট।

 


আরো সংবাদ



premium cement
নয়া দিগন্তের মুক্তাগাছা সংবাদদাতা মুর্শেদ আলম লিটন আর নেই রাশিয়া রাতে ‘রেকর্ড’ সংখ্যক ড্রোন হামলা চালিয়েছে : ইউক্রেন আতঙ্ক নয়, পুলিশ হবে জনগণের ভরসা : জিএমপি কমিশনার হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : উপদেষ্টা রাজশাহীতে সাবেক এমপি রায়হান গ্রেফতার পাবনায় পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু টেকনাফে বিজিবির অভিযানে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার চট্টগ্রামে আইনজীবী কুপিয়ে হত্যা করল চিন্ময়ের সমর্থকরা তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে ইসকন সমর্থক ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ বিপুল পরিমাণে বিদেশী মুদ্রাসহ শাহ আমানতে যাত্রী আটক

সকল