২৩ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬
`

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন ড. মঈন উদ্দিন

-

বাংলাদেশ ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগ-৭ এর অতিরিক্ত পরিচালক ড. শাহ মো: মঈন উদ্দিন পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগের এক আদেশে তাকে এ পদোন্নতি প্রদান করা হয়।
ড. শাহ মো: মঈন উদ্দিন ২০০০ সালের ২১ মে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। তিনি ১৯৯৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে স্নাতক এবং পরের বছর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০০৭ সালে তিনি জাপানের টোহুকু বিশ্ববিদ্যালয় থেকে পিএচডি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের অধিকাংশ সময় দায়িত্ব পালন করেছেন অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগ, বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগ, ক্যারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ, পেমেন্ট সিস্টেম বিভাগ ব্যাংক পরিদর্শন বিভাগে। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি থাইল্যান্ড, শ্রীলঙ্কা, জাপান, মালয়েশিয়া ও কেনিয়ায় প্রভৃতি দেশ ভ্রমণ করেন।


আরো সংবাদ



premium cement