২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জাবিতে র‌্যাগিং, মাদক ও গণরুমবিরোধী র‌্যালি

-

‘র‌্যাগিং, মাদক ও গণরুমমুক্ত বিশ্ববিদ্যালয় গড়ি, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করি’ স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসনের উদ্যোগে র‌্যাগিং, মাদক ও গণরুমবিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন থেকে র‌্যালিটি শুরু হয়ে নতুন কলা ভবন, শহীদ মিনার থেকে সমাজবিজ্ঞান অনুষদের সামনে দিয়ে ঘুরে মহুয়া মঞ্চে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে মহুয়া মঞ্চে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মাদকবিরোধী এ র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও নবীন শিক্ষার্থীসহ প্রায় দুইশত লোক অংশ নেন।

এ সময় সমাবেশে বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং, মাদক ও গণরুম বিলুপ্তির ঘোষণা দেন ভিসি অধ্যাপক ড. কামরুল আহসান। তিনি বলেন, আমরা একটা বিপ্লবের মধ্য দিয়ে এই স্বাধীনতা পেয়েছি। আর সেই স্বাধীনতার সুফল সবাই ভোগ করবেন। তারই অংশ হিসেবে আমাদের বিশ্ববিদ্যালয় র‌্যাগিং, মাদক ও গণরুমমুক্ত নিশ্চিত করতে চাই।
প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান বলেন, বিগত দেড়যুগ ধরে এ দেশের মানুষ তাদের মতপ্রকাশ করতে পারেনি। তাই বর্তমানে কোনো বৈষম্য থাকতে দেয়া যাবে না। বিশ্ববিদ্যালয়েও কোনো রকম অপসংস্কৃতির ঠাঁই হবে না। অবিলম্বে এই বিশ্ববিদ্যালয় মাদকমুক্ত করা হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রব, প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম প্রমুখ, ডিন কমিটির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মাফরুহী সাত্তার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক রেজাউল রকিব প্রমুখ।


আরো সংবাদ



premium cement
পাবনায় পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু টেকনাফে বিজিবির অভিযানে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার চট্টগ্রামে আইনজীবী কুপিয়ে হত্যা করল চিন্ময়ের সমর্থকরা তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে ইসকন সমর্থক ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ বিপুল পরিমাণে বিদেশী মুদ্রাসহ শাহ আমানতে যাত্রী আটক রাখাইনে গণহত্যা ও চলমান সহিংসতার বিচারের দাবি রোহিঙ্গাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের সমন্বিত ফলাফল প্রকাশ রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির কুলাউড়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়কসহ ১৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ

সকল