২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পবিপ্রবিতে গুচ্ছের চূড়ান্ত ভর্তিতে নেয়া হচ্ছে ডোপটেস্ট

-

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জিএসটি গুছভুক্ত স্নাতক পর্যায়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তির মধ্য দিয়ে প্রথমবারের মতো ডোপটেস্টের (মাদক গ্রহণ নির্ণয়কারী পরীক্ষা) মাধ্যমে মাদকমুক্ত শিক্ষার্থীদের গ্রহণ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গতকাল বেলা ১১টায় পবিপ্রবির কেন্দ্রীয় অডিটোরিয়ামে ভর্তিকার্যক্রম শুরু হয়। বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সহায়তায় শিক্ষার্থীদের ডোপটেস্টের উদ্বোধন করেন নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে প্রফেসর মো: হামিদুর রহমান, ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: জিল্লুর রহমান, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান, ছাত্রবিষয়ক উপ-উপদেষ্টা ড. এ বি এম সাইফুল ইসলাম, চিফ মেডিক্যাল অফিসার ডা: মো: মিজানুর রহমান প্রমুখসহ বিভিন হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায়, জিএসটি গুচ্ছপদ্ধতিতে চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার) প্রতিদিন সকাল ১০টা হতে বিকেল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে নিজ নিজ অনুষদে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে হবে। এবং গত ১২-১৭ অক্টোবর অনলাইনে অটোমেশন পদ্ধতিতে প্রয়োজনীয় তথ্য পূরণ ও ভর্তির অবশিষ্ট ফি জমা নেয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তির জন্য উপস্থিত ২৩-২৪ সেশনের আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থী মো: সাইম আহসান নাইস বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সেশন থেকে ভর্তির জন্য ডোপটেস্ট বাধ্যতামূলক করেছে বিষয়টা আসলেই পজিটিভ এবং যথাযথ একটা উদ্যোগ বলে মনে করি। একজন শিক্ষার্থী উচ্চতর শিক্ষার জন্য শারীরিক এবং মানসিক ভাবে ফিট কি না এই টেস্টের মাধ্যমে বোঝা যাবে।’
নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘এ বছর থেকেই আমরা ডোপটেস্টের যাত্রা শুরু করলাম। এবার এই টেস্ট যাদের পজিটিভ আসবে তাদের পারিবারিক কাউন্সেলিং শেষে ভর্তির সুযাগ দেয়া হবে। তবে আগামী শিক্ষাবর্ষ থেকে পরিপূর্ণভাবে ডোপটেস্টের রিপোর্টের ভিত্তিতেই শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। যারা ডোপ টেস্টের পরীক্ষায় পজিটিভ হবে তারা ভর্তির জন্য বিবেচিত হবে না।’ এ ছাড়াও তিনি এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছেন।

 


আরো সংবাদ



premium cement