আনুপাতিক ভোটে এমপি নির্ধারণে একমত নয় জমিয়তে উলামায়ে ইসলাম
- নিজস্ব প্রতিবেদক
- ২০ অক্টোবর ২০২৪, ০১:২৬
আনুপাতিক ভোটের হিসেবে সংসদের সদস্য সংখ্যা নির্ধারণসংক্রান্ত বিভিন্ন দল ও মহলের প্রস্তাবনার সাথে একমত নয় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটির নেতারা বলেন, এ ধরনের ফর্মুলা বাংলাদেশের জন্য মোটেও কল্যাণকর নয়।
গতকাল রাজধানীর তোপখানা রোডস্থ বিএমএ মিলনায়তনে সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে উলামায়ে কেরামের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় নেতারা এ কথা বলেন।
দক্ষিণের সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি বশীরুল হাসান খাদিমানীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। আরো বক্তৃতা করেন, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি মাওলানা রিদওয়ান মাজহারী ও সাধারণ সম্পাদক কাউসার আহমদ প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা