আজ ভাষাসৈনিক অলি আহাদের মৃত্যুবার্ষিকী
- ২০ অক্টোবর ২০২৪, ০১:২৬
১৯৫২ সালের রাষ্ট্রভাষা আন্দোলনের অন্যতম নেতা, চির বিদ্রোহী, আপসহীন জননেতা অলি আহাদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ছাত্রজীবন থেকে রাজনীতিতে সম্পৃক্ত হন। ভারত বিভক্তির আগে ব্রিটিশবিরোধী আন্দোলনে ছাত্রনেতা হিসেবে সক্রিয় অংশ নেন। ১৯৪৯ সালে গঠিত ছাত্রলীগের অন্যতম প্রতিষ্ঠাতা, প্রগতিশীল যুব সংগঠন গণতান্ত্রিক যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বায়ান্নের রাষ্ট্রভাষা আন্দোলনের অন্যতম সাহসী নেতা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন- তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সাধারণ সম্পাদক। পরে অলি আহাদ জাতীয় লীগের সাধারণ সম্পাদক এবং মৃত্যুর আগ পর্যন্ত ডেমোক্র্যাটিক লীগের সভাপতি ছিলেন। অলি আহাদ ১৯৭১ সালের আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং এর প্রেক্ষাপট রচনায় শীর্ষস্থানীয় সংগঠক ছিলেন। মজলুম জননেতা মওলানা ভাসানীর নেতৃত্বে শেখ মুজিব-অলি আহাদ জুটি তৎকালীন পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে সংগ্রামে আওয়ামী লীগের গণভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন। স্বাধীনতা-উত্তর সময়ে অলি আহাদ ছয় দলীয় জোট, জাতীয় ঐক্যফ্রন্টসহ বিভিন্ন বিরোধীদলীয় জোটে নেতৃত্ব দিয়েছেন এবং ১৯৯৭ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত সাত দলীয় জোটের অন্যতম শীর্ষনেতা ছিলেন।
এ দিকে অলি আহাদের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে সবাইকে অংশ নিতে তার মেয়ে, সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা অনুরোধ জানিয়েছেন।
এ ছাড়াও ২৬ অক্টোবর ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে ডেমোক্র্যাটিক লীগ-ডিএলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা