২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
গুলিবিদ্ধ সভাপতি ও তার ভাই

মোহাম্মদপুর কাঁচাবাজার দখল নিতে গোলাগুলি

-


রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকায় মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড কাঁচাবাজার মার্কেটের অফিসের ভিতরে সভাপতি আবুল হোসেন (৫০) ও তার ছোট ভাই মাহবুবকে (৪২) গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় একটি মোটরসাইকেল রেখে গুলি করতে করতে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ভুক্তভোগী দুই ভাইয়ের চিকিৎসা চলছে।
পুলিশের ধারণা, বাজার কমিটির নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। গুলিবিদ্ধ আবুল হোসেনের মেয়ের স্বামী মাহবুব আলম বলেন, রাতে তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত কাঁচা বাজার অফিসে এসে আমার শ্বশুরের সাথে বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে তারা এলোপাতাড়ি গুলি শুরু করে। এ সময় আমার শ্বশুর আবুল হোসেনের পায়ে দুই রাউন্ড ও আমার চাচা শ্বশুর মাহবুব মিয়ার পিঠে এক রাউন্ড গুলি করে। পরে তারা গুলি করতে করতে পালিয়ে যায়। পালানোর সময় তিনটি মোটরসাইকেলের দুটি নিয়ে যেতে পারলেও একটি তারা রেখে যায়। যার নম্বর ঢাকা মেট্রো-ল ২৭-৬২৬৬।

কারা তাদের গুলি করেছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার শ্বশুরের কাছ থেকে জানতে পেরেছি সোলেমান তার ছেলে শাকিল, আবু তাহের ও জাহিদুল ইসলাম কালু এই বাজার দখল নেয়ার চেষ্টা করছে। তারা বিএনপি করে। ধারণা করছি, তারাই বাজার দখল করার জন্যই এই ঘটনাটি ঘটিয়েছে। আমার শ্বশুর আবুল হোসেনকে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেছে এবং আমার চাচা শ্বশুর মাহবুব মিয়া সোহরাওয়ার্দী হাসপাতালের চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান গতকাল বলেন, এখনো মামলা হয়নি। ভুক্তভোগীদের পরিবার মামলার এজাহার নিয়ে এলেই আমরা মামলা নেবো।
ভিকটিমদের শারীরিক অবস্থা ও ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভিকটিম দুজনের সাথে কথা হয়েছে আমার। তাদের শারীরিক অবস্থা আগের থেকে ভালো। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে তদন্ত চলছে।

 

 


আরো সংবাদ



premium cement