সিলেটে যুক্তরাজ্য বিএনপির সভাপতিকে স্বাগত জানাতে নেতাকর্মীদের ঢল
- সিলেট ব্যুরো
- ১৮ অক্টোবর ২০২৪, ০০:০৫
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি, এম এ মালিক সিলেটে পৌঁছেছেন। এ সময় বিমানবন্দরে কয়েক হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানান। পরে সিলেট জেলা ও মহানগর এবং এম এ মালিকের দক্ষিণ সুরমা এলাকার শত শত নেতাকর্মী তাকে শোভাযাত্রা সহকারে শহরে নিয়ে যান। সেখানে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে গ্রামের বাড়ি শহরতলীর দক্ষিণ সুরমার তেতলীতে তাকে মোটর শোভাযাত্রা সহকারে নিয়ে যাওয়া হয়। ১৯ বছর পর এম এ মালিক দেশে ফিরেছেন।
এর আগে গত মঙ্গলবার তিনি ঢাকায় পৌঁছান। সেদিনও ঢাকা শাহজালাল (রহ.) বিমানবন্দরে তাকে বিপুলভাবে সংবর্ধনা জানানো হয়। পরে তিনি কেন্দ্রীয় নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন।
সিলেট বিমানবন্দরে পৌঁছে কান্নাজড়িত কন্ঠে এম এ মালিক বলেন, আমি খুব ইমোশনাল হয়ে পড়েছি। আমার মায়ের শেষ ইচ্ছা ছিল দেশের মাটিতে যেন তাকে কবর দেয়া হয়। কিন্তু শেখ হাসিনা সরকারের বাধায় আমার মায়ের লাশ দেশে নিতে পারিনি। এমনকি আমার বাবা ও ছোট ভাইয়ের লাশও দেশে কবর দিতে পারিনি।
আমার বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। শেখ হাসিনা সরকার আমার পাসপোর্ট আটকে রেখেছিল। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে দীর্ঘ ১৯ বছর পর আমি পাসপোর্ট ফিরে পেয়েছি। এখন দেশে ফিরে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও রাজনৈতিক নেতাসহ সবার সাথে দেখা-সাক্ষাৎ হওয়াই আমি খুবই এক্সাইটেড।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা