২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দুর্নীতিবাজদের অপসারণের জেরে কেরানীগঞ্জে ৯ ঘণ্টা বিদ্যুৎবিহীন

-

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতির ২০ জন দুর্নীতিবাজ ডেপুটি জেনারেল ম্যানেজারকে (ডিজিএম) চাকরি থেকে অপসারণ করায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ৪-এর কর্মকর্তা-কর্মচারীরা কেরানীগঞ্জের বিদ্যুৎ বন্ধ করে দিয়েছিল। র‌্যাব ও প্রশাসনের হস্তক্ষেপে সন্ধ্যা ৬টায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। এতে ঢাকার কেরানীগঞ্জে ২০ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় প্রায় ৯ ঘণ্টা অবর্ণনীয় দুর্ভোগে কাটায়। সারাদিন বন্ধ থাকে শত শত কল কারখানা, গার্মেন্ট শিল্প। বিঘিœত হয় শতাধিক হাসপাতালের চিকিৎসাসেবা।
গতকাল সকাল ৯টায় কেরানীগঞ্জের ১২টি ইউনিয়নের বিদ্যুৎ বন্ধ করে দেয় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ৪। দুপুর পর্যন্ত বিদ্যুৎ না আসায় এলাকাবাসী পল্লী বিদ্যুৎ অফিসে ছুটে যায়। সেখানে গিয়ে দেখা যায়, সেনাবাহিনীর সদস্যরা অপ্রীতিকর ঘটনা এড়াতে বিদ্যুৎ অফিস ঘিরে রেখেছে। ওই অফিসের সহকারী জেনারেল ম্যানেজার জহুরুল ইসলামকে সেনাবাহিনীর সাথে কথা বলতে দেখা যায়। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মানবসম্পদ পরিদফতরের চিঠির মাধ্যমে তিনি জানতে পারেন যে, কেরানীগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএমসহ দেশের ২০ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজারকে (ডিজিএম) চাকরি থেকে অপসারণ করা হয়েছে। এর প্রতিবাদে তারা বিদ্যুৎ বন্ধ করে দিয়েছেন। ঘটনাস্থলে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর রিফাত, উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে ঢাকা দক্ষিণ সহকারী কমিশনার ভূমি, ছাত্র-জনতা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
জহুরুল ইসলাম বলেন, আমাদেরকে না জানিয়ে কেরানীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জুলফিকার, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো: আসাদুজ্জামান ভূঁইয়া, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর ডিজিএম সিডি দীপক কুমার সিংহ, মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির বি জি এম মোহাম্মদ রাহাত, বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর ডিজিএম মো: হুমায়ুন কবির, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ৪ এর ডিজিএম মো: জাকির হোসেন, মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রাজন কুমার দাস, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ১ ডিজিএম আব্দুল হাকিম, ও ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর ডিজিএম মো: সালাউদ্দিনসহ অবসান করা ২০ জন ডিজিএমকে চাকরিতে পুর্নবহাল করার দাবিতে তারা বিদ্যুৎ বন্ধ রেখে এর প্রতিবাদ জানিয়েছেন।
এ ব্যাপারে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক প্রশাসন মো: মাহফুজুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি নয়া দিগন্তকে বলেন, জরুরি সেবা বিদ্যুৎ খাতকে স্থিতিশীল করা, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্দেশনার প্রতি অবজ্ঞা প্রদর্শন এবং দাফতরিক শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকায় পল্লী বিদ্যুৎ সমিতি কর্মচারী চাকরি বিধি ১৯৯২ (সংশোধিত ২০১২) বিডি অনুযায়ী তাদেরকে ১৬ অক্টোবর ২০২৪ তারিখ দুপুরে জনস্বার্থে চাকরি থেকে অবসর দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement