২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিএনপির পালিয়ে যাওয়ার ইতিহাস নেই : ডা: জাহিদ

-

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপির কখনো পালিয়ে যাওয়ার ইতিহাস নেই, শত প্রতিকূলতার মধ্যে বিএনপির নেকাকর্মীরা দেশেই থেকেছে এবং সবধরনের বিপদ, মামলা-হামলা সাহসের সাথে মোকাবেলা করেছে। কারণ বিএনপি জনগণের রাজনীতি করে এবং দেশকে ভালোবাসে।
গতকাল অধ্যাপক জাহিদ হোসেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভিসি অধ্যাপক ডা: এম এ হাদীর ১৭তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। বিশ্ববিদ্যালয়ের মিলন হলে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ১৭তম মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ডা: এ এস এম নওরোজ। সঞ্চালনা করেন অধ্যাপক এম এ হাদীর মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির সদস্যসচিব ডা: মো: মোফাখখারুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে মিলন হলের বাইরে রক্তদান কর্মসূচি পালন করা হয়।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অধ্যাপক ডা: মো: সিরাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা: আবদুল বায়েছ ভূঁইয়া, বিএমএ ও ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডা: এ কে এম আজিজুল হক, বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম, বিএসএমএমইউর প্রোভিসি অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা: মোজাম্মেল হক, অধ্যাপক ডা: এম এ হাদী স্যারের বড় ছেলে হোসেন ইমাম আল হাদী প্রমুখ।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। আলোচনার শুরুতে বক্তারা জুলাই ও আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবার আত্মার মাগফিরাত কামনা করেন।
অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি রাজপথে লড়াই সংগ্রাম করে জনগণের অধিকার আদায়ের দল।
বিএনপির ইতিহাস পালিয়েও যায় না, অন্যায়ের সাথে আপস করে না। অধ্যাপক জাহিদ হোসেন বলেন, জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে বিএনপি সহায়তা করবে।
তিনি বলেন, বিএসএমএমইউ একটি জাতীয় প্রতিষ্ঠান। মানুষ এখানে অনেক আশা-ভরসা নিয়ে চিকিৎসাসেবা নিতে আসেন। রোগীরা যাতে সবসময় সর্বোচ্চমানের চিকিৎসাসেবা পান তা নিশ্চিত করতে হবে।
বিএসএমএমইউতে কর্মরত শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ যারা বিগত সরকারের আমলে দীর্ঘ দিন বঞ্চিত ছিলেন তাদের ন্যায্য প্রাপ্য দ্রুত নিশ্চিত করার আহ্বান জানান তিনি।


আরো সংবাদ



premium cement