লালন শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছেঁউড়িয়ায় ৩ দিনের অনুষ্ঠান
- কুষ্টিয়া প্রতিনিধি ও কুমারখালী সংবাদদাতা
- ১৭ অক্টোবর ২০২৪, ০১:১৩
ফকির লালন শাহর ১৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালনের আখড়া বাড়িতে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী অনুষ্ঠান। আজ সন্ধ্যায় লালন মুক্ত মঞ্চে তিন দিনের এই আয়োজনে প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। বিশেষ অতিথি থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, ইবি ভিসি প্রফেসর ড. মুহাম্মদ নসরুল্লাহ, কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর, ছাত্র-জনতার প্রতিনিধি এস এম সুইট ও আলমাস হাসান মামুন। সভাপতিত্ব করবেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমীন আখতার। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রশিদুজ্জামান। আলোচনায় অংশ নেবেন লালন অ্যাকাডেমির খাদেম মোহাম্মদ আলী। শুভেচ্ছা বক্তব্য রাখবেন- কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।
গতকাল বিকেলে লালন অ্যাকাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমীন আখতার বলেন, এবার লালন সাঁইজীর ১৩৪তম তিরোধান দিবসে সবার সার্বিক সহযোগিতায় তিন দিনের আনুষ্ঠানিকতা রয়েছে। সেই সাথে লালন সঙ্গতানুষ্ঠান। পাশাপাশি ঐতিহ্যবাহী লালনমেলা চলবে পাঁচদিন। পুলিশ সুপার মিজানুর রহমান জানান, লালনের অনুষ্ঠানকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা পুলিশের ৮৩২ জন সদস্য পালাক্রমে নিরাপত্তার দায়িত্বে থাকবেন। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও আনসার বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা