২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শিক্ষা উপদেষ্টার সাথে আদর্শ শিক্ষক ফেডারেশন নেতাদের মতবিনিময়

-

শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের নেতৃতৃন্দ। গতকাল সচিবালয়ে এই মতবিনিময় সভায় ফেডারেশনের পক্ষে নেতৃত্ব দেন জেনারেল সেক্রেটারি অধ্যাপক এ বি এম ফজলুল করিম। নেতৃবৃন্দ শিক্ষাব্যবস্থা সংস্কার, বেরসরকারি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ, বৈষম্যেরশিকার ও চাকরিচ্যুত, সাময়িক বরখাস্ত শিক্ষক-কর্মচারীকে কর্মস্থলে পুনর্বহালসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে ছিল শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ এবং স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন করে সব ধরনের বৈষম্য দূর করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও মানোন্নয়নের জন্য প্রশিক্ষণ ও গবেষণাকর্মের সুযোগ দেয়া, অবিলম্বে শিক্ষা কমিশন ঘোষণা করা।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুলে ম্যানেজিং কমিটির সভাপতি কমপক্ষে এইচএসসি পাস এবং কলেজের ক্ষেত্রে গভর্নিংবডির সভাপতি ও সদস্য করার জন্য ন্যূনতম যোগ্যতা স্নাতক (অনার্স) পাস হতে হবে। বেসরকারি কলেজের শিক্ষকদের আট বছর পূর্ণ হওয়ার পর অটোসহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেয়া, পর্যায়ক্রমে সহযোগী অধ্যাপক ও অধ্যাপকের পদ সৃষ্টি করা। এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ১০০% ঈদে (উৎসব) ভাতা প্রদান করা এবং ইবতেদায়ি, কিন্ডারগার্টেন স্কুলসহ বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দুই ঈদে বিশেষ উৎসব ভাতা দেয়া। সকল ইবতেদায়ি ও কিন্ডারগার্টেন স্কুল ও কারিগরি প্রতিষ্ঠান নিবন্ধন করে আপাতত শিক্ষক-কর্মচারীদের সম্মানজনক বিশেষ ভাতা চালু করা। একইসাথে কওমি মাদরাসা, পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুক্তিসঙ্গত দাবি পূরণ করা।

 


আরো সংবাদ



premium cement