ব্র্যাক ইউনিভার্সিটিতে ব্র্যাক ব্যাংকের ‘উদ্যোক্তা ১০১’ কোর্স সম্পন্ন করলেন ২৯ নারী উদ্যোক্তা
- ১৬ অক্টোবর ২০২৪, ০৩:২৪, আপডেট: ১৬ অক্টোবর ২০২৪, ০৩:২৬
ব্র্যাক ব্যাংক এবং ব্র্যাক ইউনিভার্সিটি যৌথভাবে ব্র্যাক ব্যাংকের নারী উদ্যোক্তা অ্যাক্সেলেরেটর প্রোগ্রাম ‘উদ্যোক্তা ১০১’-এর ২৯ জন নারী সদস্যের জন্য একটি গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আয়োজন করে।
ব্র্যাক ব্যাংকের নারী ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’, নারী উদ্যোক্তাদের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করতে ‘উদ্যোক্তা ১০১’ নামে একটি বিশেষ প্রশিক্ষণ প্রোগ্রাম চালু করে। ব্যবসায়িক উদ্যোগ চালু করতে নারীদের ক্রমবর্ধমান আগ্রহের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে চলমান এ প্রোগ্রামটি সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের একটি অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম হিসেবে আবির্ভূত হয়েছে।
এ প্রোগ্রামটি সম্ভাবনাময় উদ্যোক্তাদের ব্যবস্থাপনা ও উদ্যোক্তা দক্ষতা শানিত করার লক্ষ্যে চালু করা হয়েছে, যা তাদের ব্যবসায়িক উদ্যোগে সফলতার পথে এগিয়ে নিতে সহায়ক হবে।
গ্র্যাজুয়েশন অনুষ্ঠানটি ২৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের মাধ্যমে নারী উদ্যোক্তাদের মাঝে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক দক্ষতা তোলার লক্ষ্যে তিন মাসব্যাপী একটি সার্টিফিকেশন কোর্স সমাপ্ত হলো।
ব্র্যাক ব্যাংক থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অব স্ট্র্যাটেজি, ইনোভেশন এবং নিউ বিজনেস মোহাম্মদ জাকিরুল ইসলাম; নারী উদ্যোক্তা সেল প্রধান খাদিজা মারিয়ম; এবং ব্র্যাক বিজনেস স্কুল থেকে অ্যাসোসিয়েট ডিন প্রফেসর ড. মোহাম্মদ মুজিবুল হক এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. একরামুল ইসলাম।