অধ্যাপক হাদীর মৃত্যুবার্ষিকী আজ
- নিজস্ব প্রতিবেদক
- ১৬ অক্টোবর ২০২৪, ০৩:২৩, আপডেট: ১৬ অক্টোবর ২০২৪, ০৩:২৬
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভিসি অধ্যাপক ডা: এম এ হাদীর ১৭তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। ২০০৭ সালের ১৬ অক্টোবর তিনি রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন। সেনাসমর্থিত ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকার বিশিষ্ট এই ইউরোলজিস্টের বিরুদ্ধে ভিত্তিহীন মামলা দেয়ায় তিনি প্রকাশ্যে আসতে পারেননি। তিনি যে হাসপাতালটির উন্নয়নে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছিলেন সেই মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তার চিকিৎসা হয়নি। মরহুম ডা: এম এ হাদী বাংলাদেশের মেডিক্যাল উচ্চশিক্ষাকে পুরনো আট মেডিক্যাল কলেজেও ছড়িয়ে দিয়েছিলেন। তার সেই প্রচেষ্টায় খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশে কয়েক হাজার বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি হয়েছে। তার এই অবদানের কারণে আজ বাংলাদেশে উন্নতমানের অনেক চিকিৎসা হচ্ছে এবং বিদেশে রোগী যাওয়া অনেক বন্ধ হয়েছে। অধ্যাপক এম এ হাদী মেডিক্যাল উচ্চশিক্ষার বিকেন্দ্রীকরণ করায় সে সময় আওয়ামীপন্থী যে চিকিৎসকরা বিরোধিতা করেছিলেন পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সেই চিকিৎসকরাও এর প্রয়োজনীয়তা অনুভব করেন এবং মেডিক্যাল উচ্চশিক্ষাকে সমর্থন করে সেগুলোকে চালু রাখেন। ডা: হাদী জাতীয় শিক্ষা কমিশনের সদস্য ও চিকিৎসা, স্বাস্থ্যসেবাসংক্রান্ত শিক্ষা কমিশনের প্রধান হিসেবে একটি আধুনিক ও যুগোপযোগী মেডিক্যাল শিক্ষানীতি প্রণয়ণ করেন।
অধ্যাপক এম এ হাদী এলাকার মানুষের কাছে ছিলেন একজন সফল চিকিৎসক, সমাজসেবী এবং রাজনীতিবিদ। চিকিৎকদের সবচেয়ে বড় সংগঠন ‘বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের’ (বিএমএ) দু’বার নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করেন। তার মৃত্যুবার্ষিকীতে আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর কুরআন খতম ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া আগামীকাল বৃহস্পতিবার বিএসএমএমইউর জাতীয়তাবাদী শিক্ষক ও চিকিৎসকদের কর্তৃক মিলন হলে আলোচনা সভা ও রক্ত কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা