২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিরাত মাহফিল থেকে বাসায় ফেরেনি তৌহিদুল ইসলাম

-

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সিরাত মাহফিলে এসে আর বাসায় ফেরেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো: নাহিদ ইসলামের ছোট ভাই মো: তৌহিদুল ইসলাম (১৮)। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়ে এবং থানায় জিডি করেও তার সন্ধান মেলেনি। গত ৫ অক্টোবর সিদ্দিক বাজারে বড় ভাইয়ের বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে নাহিদ ইসলামের সাথে দেখা করে সিরাত মাহফিলে গিয়ে সেখান থেকে ফেরেননি তৌহিদুল।
তৌহিদুল ইসলাম আগে মাদরাসায় পড়াশোনা করত। সম্প্রতি পড়াশোনা ছেড়ে ভাইয়ার সাথে ব্যবসায়িক প্রতিষ্ঠানে থাকে। তার বাবার নাম মো: জামাল মিয়া এবং মাতা মোছা: নাছরিন বেগম। তার উচ্চতা ৫.র্র্৭র্ , গায়ের রং ফর্সা, মাথার চুল ছোট করে কাটা। হারানোর সময় তার পরনে সাদা গেঞ্জি ও সাদা ট্রাউজার ছিল। তার স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে।

কিছু দিন আগে থেকে সে বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বলত বলে জানিয়েছেন তার বন্ধুরা। এ সময় তৌহিদুল কখন কি বলত তার ঠিক ছিল না বলে জানান তারা।
ছোট ভাই হারানো প্রসঙ্গে বড় ভাই নাহিদ ইসলাম বলেন, ৫ অক্টোবর আমার ছোট ভাই সিদ্দিক বাজারে বড় ভাইয়ের কাছ থেকে আমার সাথে ক্যাম্পাসে দেখা করে। পরে দুপুর ২টার সময় সিরাত মাহফিলে অংশগ্রহণের জন্য বের হয়। পরবর্তীতে আর কোনো খোঁজ পাইনি। সে বাড়িতেও যায়নি, বড় ভাইয়ার কাছেও যায়নি। আমরা থানায় জিডি করেছি, নিজেরাও সব জায়গায় খোঁজ নিয়েছি কিন্তু আমার ভাইয়ের কোনো হদিস পাইনি। যদি কেউ আমার ভাইয়ের সন্ধান পেয়ে থাকেন, অনুগ্রহ করে নিম্নোক্ত ঠিকানা অথবা নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল।
শাহবাগ থানার এসআই টিএম মঞ্জুর মুরাদ গণমাধ্যমকে বলেন, বাদি জিডি করার পরপরই আমরা সব কাজ সম্পাদন করেছি। আমরা বেতার বার্তায় নিখোঁজ হওয়া ব্যক্তির সব বিবরণ লিখে দেশের সব থানা ও ডিএমপির ভেতরে সব জায়গায় পাঠিয়ে দিয়েছি। এখন দেশের যেকোনো জায়গায় যদি তার খোঁজ মিলে আমাদের কাছে সেই তথ্য চলে আসবে। এরপর আমরা তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করব।
উল্লেখ্য, নিখোঁজের খোঁজ পেলে মো: নাহিদুল ইসলাম (বড় ভাই, মোবা: ০১৭৩৫১০৭৯৯৯) ও টিএম মঞ্জুর মুরাদ (এস আই, শাহবাগ, মোবা: ০১৩০২৮৯৯৯৪৮) ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।


আরো সংবাদ



premium cement