২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড

-

বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের মেডিসিন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সকাল ৯টার দিকে পাঁচতলা ভবনের নিচতলার পুরুষ মেডিসিন ইউনিটের পাশে লেলিন স্টোরে এ ঘটনা ঘটে। এতে পুরো ভবনে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে আতঙ্কে লোকজন দিগি¦দিক ছোটাছুটি শুরু করে। এ সময় রোগীসহ তাদের স্বজনরা অবর্ণনীয় দুর্ভোগে পরেন। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে গোডাউনে থাকা চিকিৎসাসামগ্রী পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা। ঘটনা তদন্তে হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ইমরুল কায়েসকে সভাপতি করে ছয় সদস্যের কমিটি গঠন হয়েছে। এই ভবনে আবার সেবা কার্যক্রম চালু করতে অন্তত তিন সময় প্রয়োজন বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।

রোগীর স্বজন ইয়াসিন হাওলাদার বলেন, আগুনের খবর ছড়িয়ে পরলে সবাই আতঙ্কিত হয়ে যাই। দ্রুত ভবন থেকে নামতে সবাই দৌড়াদৌড়ি শুরু করে দেয়। এতে এক বিভিষিকাময় পরিবেশের সৃষ্টি হয়। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, এ ঘটনায় হতাহতের খবর আমাদের কাছে নেই। মেডিসিন ভবনের রোগীদের চিকিৎসাসেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে সিনিয়র চিকিৎসকরা কাজ করছেন। ভবনের বাকি চারটি ফ্লোরে শুধু ধোঁয়া ছড়িয়ে পড়ায় সেখানে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে পরবর্তী কার্যক্রম হাতে নেয়া হবে। মেডিসিন ভবনে রোগী পুনর্বাসন করতে অন্তত তিন দিন সময় প্রয়োজন বলে জানান তিনি।

শেবাচিম হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা: মনিরুজ্জামান বলেন, তদন্ত কমিটি তিন কার্য দিবসে রিপোর্ট প্রদান করবে। এরপর অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। ওই ভবনের রোগীদের অন্য ভবনে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।
বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক বেলাল উদ্দিন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। হতাহতের কোনো খবর নেই। স্টোররুমে রাখা তুলায় আগুন লেগে যাওয়ায় অসহ্য ধোঁয়ার সৃষ্টি হয়েছিল বলে জানান তিনি।


আরো সংবাদ



premium cement